আরও পড়ুন - সূর্য কুমারকে দেখে শেখ একটু! রিজওয়ানকে কড়া ধমক শাহিদ আফ্রিদির
চ্যাম্পিয়ন হবে ভারত। আসলে ভারতের এই দলটা খুব প্রতিভাবান। একাধিক ম্যাচ উইনার আছে। যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল খেলত তাতেও এগিয়ে রাখতাম ভারতকেই। বিরাট, সূর্য কুমার, রোহিত, হার্দিক নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে এই ভারতকে আটকানো মুশকিল।
advertisement
সবচেয়ে বড় কথা দলটা সঠিক সময় পিকআপ করেছে। বুদ্ধি করে খেলছে। গেম প্ল্যান পরিষ্কার। অতিরিক্ত চাপ নিচ্ছে না। অনেকেই সূর্য কুমারকে তার সঙ্গে তুলনা করছেন। ক্রিকেটের নতুন মিস্টার ৩৬০ ডিগ্রি নাম দেওয়া হয়েছে। ডি ভিলিয়ার্স মনে করেন সূর্য কুমার এমনিতেই প্রতিভাবান। তিনি নিজের নামেই বিখ্যাত হবেন।
তাছাড়া ভুবনেশ্বর, আরশদীপ, শামি যথেষ্ট ভাল বল করছেন। দলটার মধ্যে একটা খিদে আছে। তাই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যেতে খুব একটা কষ্ট হবে না টিম ইন্ডিয়ার। আর ফাইনালে চলে গেলে নিউজিল্যান্ডের ক্ষমতা নেই ভারতকে আটকানোর।
কিউইরা ফর্মে থাকলেও অভিজ্ঞতার বিচারে অ্যাডভান্টেজ থাকবে ভারত। ডিভিলিয়ার্স এমন ভবিষ্যৎবাণী করার পর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ভক্তরা, তার জয়জয়কার করছেন। কেউ বলছেন আপনার মুখে ফুল চন্দন পড়ুক, কেউ বলছেন আপনি দীর্ঘজীবী হোন।