TRENDING:

De Villiers on Virat Kohli : আইপিএলে বিরাট কোহলিকে নিয়ে বড় বয়ান এ-বির! শুনলে চমকে যাবেন

Last Updated:

AB de Villiers hopeful Virat Kohli will be contenders for Orange cap in IPL this season. আইপিএলে বিরাটের থেকে ৬০০ রান আশা করছেন ডিভিলিয়ার্স

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে থাকবে বিরাট, নিশ্চিত ডি ভিলিয়ার্স
অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে থাকবে বিরাট, নিশ্চিত ডি ভিলিয়ার্স
advertisement

আরও পড়ুন - Shoaib Akhtar on Sourav Ganguly : কোচের পছন্দ পাত্তা না দিয়ে শোয়েবকে ঝুঁকি নিয়ে দলে নিয়েছিলেন সৌরভ!

আইপিএলে একটি মরশুমে সর্বাধিক রানের রেকর্ড এখন পর্যন্ত তার নামেই আছে। ২০১৬ সালে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৯৭৩ রান করেছিলেন তিনি, যার মধ্যে ৪টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে। মাত্র ১৬ ম্যাচে এই অতিকায় রান তোলার জন্য, তার স্ট্রাইক রেট ছিল ১৫২.০৩ এবং একটি ম্যাচে সর্বাধিক রান ছিল ১১৩।

advertisement

আইপিএল ২০২২ এর মেগা অকশনের পর দলে অনেক পরিবর্তন এসেছেন, কিন্তু এখনও উপস্থিত আছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, থেকে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ। কিন্তু এই দলে আর নেই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। ২০২১ আইপিএলের পর ডি ভিলিয়ার্স ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।

২০২২ এর নিলামে আরসিবি ৭ কোটি টাকায় আরেক দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ফ্যাফ ডু প্লেসিকে নেয়। তাকে অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হয়েছে। ব্যাঙ্গালোরের প্রাক্তন ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স এখনো তার পুরনো দলকে সমর্থন করছেন। তিনি বললেন, অধিনায়ক হিসেবে ডু প্লেসি ভালোই পরিচিত। কিন্তু নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর বিরাট কোহলির চাপমুক্ত ব্যাটিং দেখতে উৎসাহী তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি এই মরশুমে বিরাটের থেকে বড় রান আশা করছেন, ৬০০ এর বেশি রান আশা করছেন তার থেকে তিনি। ডি ভিলিয়ার্স আরও বললেন, বিরাট কোহলি ডু প্লেসি কে অনেক পরামর্শ দেবেন যদিও ডু প্লেসি যথেষ্ট অভিজ্ঞ অধিনায়ক। দলের তরুণ তারকাদের তিনি যথেষ্ট ভাল প্রশিক্ষণ দিচ্ছেন এবং ডি ভিলিয়ার্স আশা করছেন তাঁরা ভালো প্রদর্শন দেখাবেন আইপিএলে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
De Villiers on Virat Kohli : আইপিএলে বিরাট কোহলিকে নিয়ে বড় বয়ান এ-বির! শুনলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল