জাতীয় দলের হয়ে আগেই অবসর ঘোষণা করেছিলেন ৷ কিন্তু তারপরেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি ৷
ক্রিকেটকে চিরবিদায় জানালেন এবি ডেভিলিয়ার্স। জাতীয় দলের জার্সিতে আগেই সরে দাঁড়িয়েছিলেন। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন প্রোটিয়া তারকা। আইপিএলে আরসিবির জার্সি গায়ে তাঁকে এ বছর দেখা গেলেও আগামী বছর থেকে আর খেলতে দেখা যাবে না এবিডি-কে ৷
আরও পড়ুন- দ্রাবিড় সামনে মুখ ফেরাতেই Mohammed Sirajকে চড় মারলেন Rohit Sharma! Viral Video
২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়ানে ভারতের বিরুদ্ধে শেষ ওয়ান ডে খেলেছিলেন ৷ তারও আগে আন্তর্জাতিক টি২০ থেকে বিদায় ঘোষণা করেছিলেন ডেভিলিয়ার্স ৷ তবে আইপিএলে এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছিলেন তিনি ৷ এবার সবধরণের ক্রিকেটকেই বিদায় জানালেন এবিডি ৷
এবিডি-র অবসর ঘোষণায় ট্যুইট করে বিরাট জানিয়েছেন, ‘‘ খুব খারাপ লাগছে ৷ কিন্তু আমি জানি তুমি নিজের ও পরিবারের কথা ভেবে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছো ৷ আই লভ ইউ ৷ ’’