এর আগে,এই ব্যাটসম্যান রাজস্থান রয়্যালস (২০১০), দিল্লি ডেয়ারডেভিলস (২০১১-১২), পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া (২০১৩), সানরাইজার্স হায়দ্রাবাদ (২০১৩), মুম্বই ইন্ডিয়ান্স (২০১৫), গুজরাত লায়ন্স (২০১৬-১৭), কিংস ইলেভেনের হয়ে খেলেছেন। পঞ্জাব (২০১৮) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২০২০) হয়ে খেলেছেন।
advertisement
এই মরসুমে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) ইংল্যান্ডের ব্যাটসম্যানের জায়গা নেবেন ৩৫ বছর বয়সী এই তারকা। কেকেআর স্কোয়াডে ফিঞ্চ এর অন্তর্ভুক্তির পর শুরু হয়েছে ট্রলের বন্যা। তবে অতীতে তিনি যে খুব সফল তা বলা যাবে না। তবে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ইংল্যান্ডের ধ্বংসাত্মক ওপেনার অ্যালেক্স হেলসকে এবার আইপিএল নিলামে দলে নিয়েছিল কেকেআর। পাকিস্তান সুপার লিগে দুর্ধর্ষ ছন্দে ছিলেন হেলস।
ইসলামাবাদ ইউনাইটেড দলের হয়ে চ্যাম্পিয়ন হতে না পারলেও বেশ কিছু মনে রাখার মত ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি কেকেআর জানিয়েছে আসন্ন আইপিএলএর জন্য অ্যালেক্স হেলসকে পাওয়া যাবে না। তিনি বায়ো বাবেল জীবনে এই মুহূর্তে ফিরতে নারাজ। হেলস জানিয়েছেন তিনি পরিশ্রান্ত এবং মানসিকভাবে ক্লান্ত।
দীর্ঘদিন পরিবার ছেড়ে বায়ো বাবেলে সময় কাটিয়েছেন। এখন পরিবারকে ছেড়ে আসতে পারছেন না। অ্যারন ফিঞ্চ তার পরিবর্ত হিসেবে কিছুদিনের মধ্যেই যোগ দেবেন নাইট রাইডার্স শিবিরে। ফিঞ্চ দীর্ঘদিন অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি অধিনায়ক। ওপেনার হিসেবে ওয়ার্নারের ভরসা যোগ্য সাথী তিনি।
দেড় কোটি টাকায় তিনি যোগ দিয়েছেন বলে জানা গেছে। নিজের দিনে এই ছোটো ফরম্যাটে যেকোনো বোলিং লাইন আপের বিরুদ্ধে রান করতে দক্ষ। বিশেষ করে অস্ট্রেলিয়ার মত দলের নেতৃত্ব দিয়েছেন যখন, তখন প্রয়োজন হলে শ্রেয়স আইয়ারকে সাহায্য করতে পারবেন। এর আগে বিভিন্ন সময়ে আইপিএলে চোট পেয়েছেন তিনি।কিছু কিছু মরশুমে মারাত্মক ফ্লপ ও করেছেন তিনি। কিন্তু তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই।