আরও পড়ুন - ছোট ভাই মেসির হাতেই বিশ্বকাপের ট্রফি দেখতে চান রোনাল্ডিনহো! দিলেন বিশেষ শুভেচ্ছা
দর্শকদের জন্য সেরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ যে এই প্লাটফর্মেই হবে তাতে সন্দেহ থাকে না। স্পোর্টস ১৮ চ্যানেলে উপস্থাপক হিসেবে বার্সেলোনার বিখ্যাত মহিলা সেমরা হান্টার নজর কেড়েছেন। এর আগে তিনি লা লিগা, লিগ ওয়ান এবং তুরস্কের ফুটবল লিগেও কাজ করেছেন। সঙ্গে ভারতীয় উপস্থাপকের মধ্যে অনন্ত ত্যাগী ছিলেন নজরে পড়ার মতো।
advertisement
বিশেষ করে ভারতীয় হিসেবে এটা গর্বের এত নামিদামি ফুটবল তারকাকে এই সংস্থা তাদের চ্যানেলে ফুটবল পন্ডিত হিসেবে আনায়। ভারতীয় ফুটবলপ্রেমীদের ইচ্ছা এবং ফুটবলের প্রতি ভালোবাসা এর ফলে কয়েকগুণ বেড়ে যাবে তাতে সন্দেহ নেই। প্রতিটি ম্যাচ চলাকালীন বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার হলে বাংলা এবং কেরলে সমর্থকরা কেমন পাগলামি করছেন দেখানো হচ্ছিল চ্যানেলে।
রুনি, ফিগো, সিলভারা দেখে অবাক ভারতীয় এত ফুটবলপ্রেমী রয়েছেন। এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। তার দেশ ক্রোয়েশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান অধিকার করেছে। সব মিলিয়ে ভারতে এবার বিশ্বকাপ ফুটবল দেখার নজরটাই বদলে গিয়েছে অনেক।
সেই চেনা গণ্ডি ভেঙে এক নতুন ধরনের প্রেজেন্টেশন এবং অ্যানালিসিস আপন করে নিয়েছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। ফুটবল শুধু খেলা নয়। যারা ফুটবল চ্যানেল না বা বোঝেন না, তাদের কাছেও এত সহজ করে খেলার বর্ণনা এবং বিবরণ তুলে ধরে এক বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছে এই চ্যানেল।