TRENDING:

রাখি বন্ধন স্পেশাল ছবিতে লুকিয়ে আপনার খুব চেনা একজন সেলিব্রিটি, কে বলুন তো !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : রাখির দিনটা সকলের কাছেই ভীষণ স্পেশাল ৷ তাই এই দিনে সকলেই বেশ খুশি খুশি থাকেন ৷ ভাই-বোনেরা দেখা করেন ৷ ভাইয়ের হাতে বেঁধে দেন মঙ্গল কামনার পবিত্র সুতো ৷ যদি কেউ কাছাকাছি না থাকতে পারেন তাহলে আরও বেশি নস্টালজিক হয়ে পরেন ছোটবেলার রাখির সুখ স্মৃতিতে ৷
advertisement

এরকমই হলেন এক সেলিব্রিটি ৷ নিজের সোশ্যাল ওয়ালে ছোটবেলার রাখিবন্ধনের ছবি পোস্ট করলেন  তিনি ৷ নিজের দিদি ভাবনা ধিংরা সহ সারা পৃথিবীতে তাঁর যত বোন আছে তাঁদের সকলকে রাখির শুভকামনা জানালেন তিনি ৷ ছবিতে একজন ভদ্রমহিলা , একটি ছোট ছেলে ও একটি ছোট মেয়ে রয়েছে ৷

চিনতে পেরেছেন কি ছবি দেখে, ইনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ নিজের ছেলেবেলার এক মিষ্টি ছবি দিয়েছেন তিনি ৷

advertisement

Photo : Virat Kohli/ Twitter Handle

এদিকে শুধু বিরাটই নন সচিনও নিজের বোনের সঙ্গে রাখি বন্ধন স্পেশাল ছবি দিয়েছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রাখি বন্ধন স্পেশাল ছবিতে লুকিয়ে আপনার খুব চেনা একজন সেলিব্রিটি, কে বলুন তো !