জাতীয় পতাকা হাতে ভারতী নামের সেইৃ বৃদ্ধা ৫১ মিনিটে ৪.২ কিলোমিটার দৌড়লেন। রবিবার (১৫ জানুয়ারি) এই ম্যারাথনের ১৮তম সংস্করণে ৫৫ হাজারেরও বেশি অংশগ্রহণকারী ছিলেন।
আরও পড়ুন- হকিতে ওয়েলসকে বড় ব্যবধানে হারিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনাল লক্ষ্য ভারতের
মুম্বইতে এই ইভেন্টে অংশ নেন বিভিন্ন পেশার ও বয়সের মানুষ। ম্যারাথনে ৮০ বছর বয়সী ভারতীই ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে আলোচনা চলছে। তাঁর ছবি ও ভিডিও এখন ভাইরাল।
advertisement
ভারতীর নাতনি ডিম্পল মেহতা ফার্নান্দেস ইনস্টাগ্রামে তাঁর ঠাকুরমার ম্যারাথন দৌড়ের একটি ভিডিও আপলোড করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “৮০ বছর বয়সী নানীর ইচ্ছেশক্তিকে কুর্ণিশ। টাটা ম্যারাথনে তিনি আরও অনেককে দৌড়াতে অনুপ্রাণিত করবেন আশা করি।”
ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বয়স্ক নারী শাড়ি ও স্পোর্টশ শু পরে ছুটছেন। তাঁর হাতে ছিল দেশের পতাকা। মুখে বুদ্ধিদীপ্ত ও প্রাঞ্জল হাসি।ভিডিওর এক অংশে ভারতীকে বলতে শোনা যায়, “এই নিয়ে ষষ্ঠবার ম্যারাথনে অংশগ্রহণ নিচ্ছি। এখানে দৌড়ব বলে প্রতিদিন অনুশীলন করেছি।” তিনি যুবক যুবতীদের দৌড়ানো ও ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন- বিদেশি কোচ কেন আসতে চায় না পাকিস্তানে? বোমা ফাটালেন ওয়াসিম আক্রম
এর আগেও অবশ্য অনেক বয়স্ক মহিলা ও পুরুষকে ম্যারাথনে দৌড়তে দেখা গিয়েছে। তাঁদের সেই ইচ্ছেশক্তি যুবসমাজকে ম্যারাথনে দৌড়নোর জন্য উদ্বুদ্ধ করেছিলেন। এবার ভারতী নামের এই মহিলা উাহরণ হয়ে থাকলেন। বেশি বয়সেও যে ফিটনেস বজায় রাখা উচিত, সেটা বুঝিয়ে দিলেন তিনি।