TRENDING:

ICC ODI World Cup 2027: কোন কোন মাঠে ওডিআই বিশ্বকাপের ম্যাচ? সামনে এল আপডেট

Last Updated:

ICC ODI World Cup 2027: ২০২৭ সালে আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ আফ্রিকার তিনটি দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোন কোন মাঠে ওডিআই বিশ্বকাপের ম্যাচ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২৭ সালে আইসিসি পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ আফ্রিকার তিনটি দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে । ২০২৭-এর অক্টোবর-নভেম্বর মাসে মাসে হতে চলা এই ৫০ ওভারের বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ খেলা হবে, যার মধ্যে ৪৪টি ম্যাচ দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, এবং বাকি ১০টি ম্যাচ ভাগ করে নেবে জিম্বাবুয়ে ও নামিবিয়া।
News18
News18
advertisement

দক্ষিণ আফ্রিকায় যেসব ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে, সেগুলো হলো – জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, গকেবেরহা, ব্লোমফন্টেইন, ইস্ট লন্ডন এবং পার্ল। এই আয়োজনের দায়িত্বে থাকছে ক্রিকেট সাউথ আফ্রিকা। সম্প্রতি এই বিষয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড একটি স্থানীয় আয়োজক কমিটি গঠন করেছে, যার নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল।

advertisement

ক্রিকেট সাউথ আফ্রিকার চেয়ারপার্সন পার্ল মাপোশে বলেন, “সিএসএ-এর লক্ষ্য হচ্ছে এমন একটি বৈশ্বিক, অনুপ্রেরণাদায়ক ইভেন্ট আয়োজন করা যা দক্ষিণ আফ্রিকার মুখচ্ছবিকে প্রতিফলিত করবে – বৈচিত্র্যময়, অন্তর্ভুক্তিমূলক এবং ঐক্যবদ্ধ। যা সকল ক্রিকেট প্রেমিদের মন জয় করে নেবে।”

আরও পড়ুন: বড় সমস্যায় তারকা ভারতীয় ক্রিকেটারের বোন! বাইরে বেরোবেন কীভাবে বুঝতে পারছেন না! কারণটা কী?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে আরেকটি মাইলফলক হতে চলেছে। এর আগে দেশটি ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপ, ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০০৯ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছিল প্রোটিয়ারা। এছাড়া, ২০০৫ সালের মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৩ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেরও সফল আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ICC ODI World Cup 2027: কোন কোন মাঠে ওডিআই বিশ্বকাপের ম্যাচ? সামনে এল আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল