TRENDING:

Indian Cricket Team: টেস্ট অধিনায়ক থেকে শীঘ্রই বাদ রোহিত শর্মা! কে হতে পারে পরবর্তী নেতা, তালিকায় চমকে দেওয়া ৬ নাম

Last Updated:

Indian Cricket Team: রোহিত শর্মাকে টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে কিনা তা নিয়েও নানা জল্পনা-আলোচনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটের অন্দরে। ওয়েস্ট ইন্ডিজ সফরই রোহিতের শেষ সুযোগ বলে মনে করা হচ্ছে। পরবর্তী অধিনায়ক হিসেবে উঠে আসছে একাধিক নাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রথমে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে বিদায়। তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার। এমএস ধোনি অধিনায়কত্ব ছাড়ার পর টিম ইন্ডিয়ার যে আইসিসি ট্রফি জয়ের খরা শুরু হয়েছিল, তা বিরাট কোহলি হয়ে রোহিত শর্মাj অধিনায়কত্বকালেও অব্যাহত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। রোহিতের নেতৃত্বে ভারতের আগ্রাসী মনোভাবটাই হারিয়ে গিয়েছে বলে সমালোচনা করেছেন অনেকে।
advertisement

শুধু সমালোচনাই নয়, রোহিত শর্মাকে টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হবে কিনা তা নিয়েও নানা জল্পনা-আলোচনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটের অন্দরে। ওয়েস্ট ইন্ডিজ সফরই রোহিতের শেষ সুযোগ বলে মনে করা হচ্ছে। অধিনায়কত্বের পাশাপাশি লাল বলের ক্রিকেটে রান নেই রোহিতের ব্যাটেও। ফলে রোহিত শর্মা পরবর্তী সময়ে কোন কোন ভারতীয় ক্রিকেটারের হাতে টেস্টের মত গুরুত্বপূর্ণ ফর্ম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব উঠতে পারে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। সরকারিভাবে না হলেও, ইতিমধ্যেই একাধিক নাম উঠে এসেছে যারা রয়েছে টেস্ট অধিনায়ক হওয়ার সম্ভাব্য তালিকায়।

advertisement

অজিঙ্কা রাহানে: অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন অভিজ্ঞ ভারতীয় মিডিল অর্ডার ব্যাটার অজিঙ্কে রাহানে। প্রায় দেড় বছর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে ফিরে রান পেয়েছেন রাহানে। এর আগেও দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অস্ট্রেলিয়া সফরে কোহলির অনুপস্থিতিতে ভাঙাচোরা দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন অজিঙ্কে রাহানে। ফলে নিজের ফর্ম যদি রাহানে ধরে রাখতে পারেন, তাহলে ফের অধিনায়ক হতে পারেন রাহানে।

advertisement

জসপ্রীত বুমরাহ: চোটের কারণে দীর্ঘ দিন ধরে দলের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। সম্ভবত এশিয়া কাপ থেকে চোট সারিয়ে দলে ফিরতে পারেন ভারতীয় তারকা পেসার। কারণ বুমরাহ ফিট থাকলে তাকে বাদ দিয়ে ওডিআই বিশ্বকাপের পরিকল্পনা করা সম্ভব নয়। আর টেস্টের কথা বললে অভিজ্ঞতার বিচারে টেস্ট অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে বুমরাহের। এর আগে টেস্টে অধিনায়কত্ব করেছেন বুমরাহ। কপিল দেবের পর ভারতের দ্বিতীয় পেসার হিসেবে টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। ২০২২ সালে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে তার আগের মরসুমের বাতিল হওয়া পঞ্চম টেস্ট নেতৃত্ব দিয়েছিলেন বুমবুম। রোহিত শর্মা কোভিড পজেটিভ হওয়ায় খেলতে পারেননি। এছাড়াও টেস্ট দলের সহ অধিনায়কের দায়িত্ব সামলেছেন বুমরাহ।

advertisement

ঋষভ পন্থ: রোহিত শর্মা পরবর্তী সময়ে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে নাম রয়েছে ঋষভ পন্থের। দুর্ঘটনার কারণে এখন মাঠের বাইরে তারকা উইকেটকিপার ব্যাটার। তবে মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তিনি। তবে কবে মাঠে ফিরবেন কা এখনও নিশ্চিৎভাবে বলা সম্ভব নয়। সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব করার অথবা সহ অধিনায়কের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে পন্থের। অধিনায়কত্ব করেছেন আইপিএলে। টেস্টে বিদেশের মাটিতে ব্যাট হাতে পন্থের পারফরম্যান্স যথেষ্ট ভাল। তাই পন্থও হতে পারে পরবর্তী টেস্ট অধিনায়ক।

advertisement

রবিচন্দ্রন অশ্বিন: দীর্ঘ বছর ধরে ভারতীয় টেস্ট দলের স্পিন অ্যাটাকের প্রধান ভরসা রবিচন্দ্রন অশ্বিন। বর্তমানে বিশ্বের পয়লা নম্বর স্পিনার। দলের সহ অধিনায়কের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাও রয়েছে। আইপিএলে নেতৃত্ব দিয়েছেন অশ্বিন। এর আগে ভারতীয় স্পিনার হিসেবে অনিল কুম্বলের অধিনায়ক হয়েছেন। অশ্বিনের তীক্ষ্ণ ক্রিকেটিং মস্তিষ্ক নিয়ে কারও সন্দেহ নেই। ফলে নির্বাচকরা রবিচন্দ্রন অশ্বিনের নামও রোহিত পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবতেই পারে।

শ্রেয়স আইয়ার: সম্ভাবনা কম থাকলেও আরও একটি নাম অধিনায়ক হওয়ার সময় নির্বাচকরা ভেবে দেখতে পারেন। তিনি হলেন শ্রেয়স আইয়ার। টেস্ট অভিষেকে শতরান রয়েছেন শ্রেয়সের। আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে। বর্তমানে চোটের কারণে দলের বাইরে আইয়ার। শ্রেয়স আইয়রের বয়সও কম। দ্রুত দলে ফেরার লড়াই চালাচ্ছেন তরুণ ভারতীয় ব্যাটার।

বিরাট কোহলি: পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে সবথেকে বড় নাম হল বিরাট কোহলি। কারণ তাঁর নেতৃত্বে ভারতের আগ্রাসী ক্রিকেট নজর কেড়েছিল। টেস্টে কোহলির সাফল্যও প্রশ্নাতীত। কোহলি অধিনায়কত্ব ছাড়ার পরই রোহিত শর্মাকে দেওয়া হয়েছিল। সেই সময় বোর্ড প্রধান ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন তিনি নেই। সৌরভ-বিরাট দ্বন্দ্ব নিয়েও কম জল্পনা হয়নি। ফলে এখন রোহিতের পর আরও একবার কোহলিকে নেতৃত্ব নেওয়ার কথা বলতে পারেন নির্বাচকরা। তবে কোহলি ফের দায়িত্ব নেবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ Lionel Messi Birthday: জন্মদিনে বিস্ফোরক লিওনেল মেসি! জানালেন পিএসজি ছাড়ার আসল কারণ

আরও পড়ুনঃ Lionel Messi Birthday: মেসির ‘আসল’ ডাক নাম কী? যা অনেকের কাছেই অজানা

প্রসঙ্গত, ক্যারিবিয়ান সফরের পর ডিসেম্বরের আগে আর কোনও টেস্ট সিরিজ নেই ভারতের। তার আগে রয়েছে একদিনের বিশ্বকাপ। তাই এখনও রোহিত শর্মাকে নিয়ে কোনও কঠিন সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটবে না বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজ সফর রোহিতের কঠিন পরীক্ষা হলেও, অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে কোনও সিদ্ধান্ত হলে তা বছর শেষে বা নতুন বছরের শুরুতে।

বাংলা খবর/ খবর/খেলা/
Indian Cricket Team: টেস্ট অধিনায়ক থেকে শীঘ্রই বাদ রোহিত শর্মা! কে হতে পারে পরবর্তী নেতা, তালিকায় চমকে দেওয়া ৬ নাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল