Lionel Messi Birthday: মেসির 'আসল' ডাক নাম কী? যা অনেকের কাছেই অজানা

Last Updated:
Lionel Messi Birthday: ২৪ জুন নিজের ৩৬ তম জন্মদিন পালন করছেন লিওনেল মেসি। বিশ্বজয়ের পর প্রথম জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশেষ দিনে জেনে নিন কি কি ডাকনাম রয়েছে ফুটবল মহাতারকার।
1/7
২৪ জুন লিওনেল মেসির জন্মদিন। ৩৬ তম জন্মদিনে রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বজয়ের পর প্রথম জন্মদিন মেসির।
২৪ জুন লিওনেল মেসির জন্মদিন। ৩৬ তম জন্মদিনে রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বজয়ের পর প্রথম জন্মদিন মেসির।
advertisement
2/7
এমন বিশেষ দিনে প্রিয় তারকার অজানা নানা বিষয় নিয়েও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়। মেসির ফ্যানেদের মধ্যে অনেকেরই অজানা মেসির ডাক নাম।
এমন বিশেষ দিনে প্রিয় তারকার অজানা নানা বিষয় নিয়েও ফ্যানেদের জানার কৌতুহল কম নয়। মেসির ফ্যানেদের মধ্যে অনেকেরই অজানা মেসির ডাক নাম।
advertisement
3/7
মেসির নানা ধরনের ডাক নাম শোনা যায়। অনেকেই মেসিকে লিও বলে ডেকে থাকেন। কেউ আবার এলএমটেন বলে ডেকে থাকেন। তবে মেসির আরও ডাক নাম রয়েছে।
মেসির নানা ধরনের ডাক নাম শোনা যায়। অনেকেই মেসিকে লিও বলে ডেকে থাকেন। কেউ আবার এলএমটেন বলে ডেকে থাকেন। তবে মেসির আরও ডাক নাম রয়েছে।
advertisement
4/7
মেসির আরও একটি ডাক নাম হল ‘The Flea’। ফুটবল মাঠে মেসির ক্ষীপ্রতা এবং গতির জন্যই মাছির সঙ্গে তাঁর তুলনা টানা হয়। তাই মেসিকে এই নামে ডাকেন অনেকেই।
মেসির আরও একটি ডাক নাম হল ‘The Flea’। ফুটবল মাঠে মেসির ক্ষীপ্রতা এবং গতির জন্যই মাছির সঙ্গে তাঁর তুলনা টানা হয়। তাই মেসিকে এই নামে ডাকেন অনেকেই।
advertisement
5/7
মেসির 'The Flea' ডাক নামটি খুবই প্রচলিত বার্সেলোনায়। বার্সার অ্যাকাডেমিতে ছোটবেলা থেকেই মেসিকে 'The Flea' বলে ডাকা হয়ে থাকে। স্প্যানিশে যাকে বলে 'La Pulga'।
মেসির 'The Flea' ডাক নামটি খুবই প্রচলিত বার্সেলোনায়। বার্সার অ্যাকাডেমিতে ছোটবেলা থেকেই মেসিকে 'The Flea' বলে ডাকা হয়ে থাকে। স্প্যানিশে যাকে বলে 'La Pulga'।
advertisement
6/7
এছাড়াও লিওনেল মেসির আর্জেন্টিনা দলের সতীর্থরা তাঁকে 'বামন' বলেও ডেকে থাকেন। যা জানিয়েছিলেন আর্জেন্টিনার প্রাক্তন তারকা গোলকিপার ও মেসির সতীর্থ রোমেরো।
এছাড়াও লিওনেল মেসির আর্জেন্টিনা দলের সতীর্থরা তাঁকে 'বামন' বলেও ডেকে থাকেন। যা জানিয়েছিলেন আর্জেন্টিনার প্রাক্তন তারকা গোলকিপার ও মেসির সতীর্থ রোমেরো।
advertisement
7/7
এর বাইরেও মেসিকে আরও কিছু নামে ডাকা হয়ে থাকে। অ্যাটোমিক Atomic Flea, La Pulga Atomica, Messidona, G.O.A.T ইত্যাদি। সব মিলিয়ে মেসির একাধিক ডাক নাম রয়েছে।
এর বাইরেও মেসিকে আরও কিছু নামে ডাকা হয়ে থাকে। অ্যাটোমিক Atomic Flea, La Pulga Atomica, Messidona, G.O.A.T ইত্যাদি। সব মিলিয়ে মেসির একাধিক ডাক নাম রয়েছে।
advertisement
advertisement
advertisement