বাংলা ক্রিকেট দল শেষবার মধ্যপ্রদেশের কাছে সেমিফাইনালে হেরেছিল। তার আগে সৌরাষ্ট্রের কাছে ফাইনালে হেরেছিল প্রথম ইনিংসে পিছিয়ে থাকার কারণে। এবার ইডেনেআবার হার। দেখে নেওয়া যাক বাংলার এই ব্যর্থতার পাঁচটি কারণ।
advertisement
ওপেনারের অভাব
বাংলা দলে একজন যোগ্য ওপেনারের অভাব। সুমন্ত গুপ্তকে ফাইনালে খেলানো হলেও তিনি সম্পূর্ণ ব্যর্থ। অভিজ্ঞ ব্যাটসম্যান অভিমুন্য ঈশ্বরন নিজের যোগ্যতার পরিচয় রাখতে পারেনি। তাই ভবিষ্যতে এই জায়গাটা নিয়ে ভাবতে হবে বাংলা দলকে।
লেগ স্পিনার না থাকা
ক্রিকেটে সব সময় আলাদা একটা গুরুত্ব থাকে লেগ স্পিনারদের। বাংলা দলে স্পিনার শাহবাজ উইকেট তোলার ক্ষমতা রাখলেও দলে একজন লেগ স্পিনার দরকার। প্রদীপ্ত প্রামানিককে ফাইনালের না রাখার সিদ্ধান্ত ঠিক ছিল কিনা প্রশ্ন উঠতে পারে।
মুকেশ এবং ঈশানের ব্যর্থতা
এমন নয় ফাইনালে মুকেশ কুমার উইকেট পাননি। কিন্তু সেভাবেই বিপক্ষ ব্যাটসম্যানদের ভয় ধরাতে পারেননি তিনি। আর তৃতীয় পেসার হিসেবে দীর্ঘকায় ঈশান পোড়েল সম্পূর্ণ ব্যর্থ। যেটুকু চেষ্টা করেছেন আকাশ দীপ। একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার প্রয়োজন বাংলার
ঋদ্ধিমানের অভাব
ঋদ্ধিমান সাহা উইকেট কিপিং করার পাশাপাশি ব্যাট হাতেও একটা ভূমিকা পালন করতেন বাংলা দলে। এই সময় অভিষেক পোড়েল সেই চেষ্টা করছেন। কিন্তু ঋদ্ধিমানের অভিজ্ঞতা এবং যোগ্যতা তার এখনও হয়নি। তবে প্রতিভা আছে।
বাঁহাতি পেসার না থাকা
আধুনিক ক্রিকেটে একজন বাঁহাতি পেসার কতটা পার্থক্য তৈরি করতে পারেন প্রমাণ করে দিয়েছেন জয়দেব উনাদকাট এবং চেতন সাকারিয়া। বাংলা দলে একটা সময় তরুণ বাঁহাতি পেসার কনিষ্ক শেঠ ছিলেন। এই জায়গাটা নিয়েও ভাবতে হবে মনোজ, লক্ষ্মীদের। কারণ একজন বাঁহাতি পেসার ডানহাতি ব্যাটসম্যানকে সব সময় বিপদে ফেলতে পারেন।
