TRENDING:

426-6 vs 2 all out: মাত্র ২ রানেই গোটা টিম আউট ! ৪২৪ রানে হেরে লজ্জার রেকর্ড এই দলের

Last Updated:

মাত্র ২ রানে অল-আউট হওয়ার ঘটনা ঘটেছে মিডলসেক্স কাউন্টি লিগে ৷ এটি একটি তৃতীয় সারির ক্রিকেট লিগ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: একটা গোটা দল আউট মাত্র ২ রানে ! এমনটাও যে ঘটতে পারে ৷ তা কার্যত ভাবাই অসম্ভব ৷ কিন্তু ইংল্যান্ডের একটি কাউন্টি লিগে সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ৷ মাত্র ২ রানে অল-আউট হওয়ার ঘটনা ঘটেছে মিডলসেক্স কাউন্টি লিগে ৷ এটি একটি তৃতীয় সারির ক্রিকেট লিগ ৷ কিন্তু পাড়ার ক্রিকেটেও ২ রানে গোটা দলের আউট হওয়ার ঘটনা শোনা যায় না ৷ ম্যাচটি তারা ৪২৪ রানে হারে বলে জানা গিয়েছে ৷
মাত্র ২ রানেই অল আউট !  (Photo: Social Media)
মাত্র ২ রানেই অল আউট ! (Photo: Social Media)
advertisement

মিডলসেক্স কাউন্টি লিগে গত ২৪ মে নর্থ লন্ডন সিসি এবং রিচমন্ড সিসি-র মধ্যে ম্যাচে এই ঘটনা ঘটেছে। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হাপিয়ে ৪২৬ রান করে নর্থ লন্ডন সিসি ৷ রান তাড়া করতে নেমে মাত্র ২ রানেই শেষ হয়ে যায় রিচমন্ড ৷ অর্থাৎ ৪২৪ রানে হার হজম করতে হয় তাদের ৷

advertisement

আরও পড়ুন– শিশুশিল্পী হোক বা নায়িকা, পর্দায় জাদু অব্যাহত, এক মিথ্যা অভিযোগই ধসিয়ে দিল কেরিয়ার, শ্বেতা বসু প্রসাদকে মনে পড়ে?

রিচমন্ডের ইনিংস শেষ যায় মাত্র ৩৪ বলে। দলের আট জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেননি। দু’জন ১ রান করে করেন। মোট ৫.৪ ওভার খেলেছে রিচমন্ড। ২ রানের বেশি তারা তুলতে পারেনি।

advertisement

আরও পড়ুন– ‘কালো আর্ম ব্যান্ড’ পরে মাঠে নামাই কাল হল ! রাজনৈতিক সুর চড়ানোয় ক্রিকেটে ইতি ঘটে ওলোঙ্গার

২০০ বছর পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে রিচমন্ড। এর আগে এক দিনের ক্রিকেটে সর্বনিম্ন রান ছিল ‘দ্য বিস’ দলের। ১৮১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে মাত্র ৬ রানে আউট হয়ে গিয়েছিল তারা।

বাংলা খবর/ খবর/খেলা/
426-6 vs 2 all out: মাত্র ২ রানেই গোটা টিম আউট ! ৪২৪ রানে হেরে লজ্জার রেকর্ড এই দলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল