ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৪০ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সুনীল গাভাসকর। যেখানে দেখা গিয়েছে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যরা সকলে এক জায়গায় হয়েছেন। কপিল দেব, রজার বিনি, কৃষ্ণামাচারি শ্রীকান্ত, মহিন্দর অমরনাথ, সৈয়দ কিরমানি, সন্দীপ পাতিল, ইয়াশপাল শর্মা রয়েছেন সকলেই। ছবিতে এবারে সামনে রয়েছেন সুনীল গাভাসকরষ ছবি শেয়ার করে ক্যাপশনে সানি লিখেছেন, ”৮৩-র ছেলেরা একত্রিত হয়েছেন বিশ্বকাপ জয়ের ৪০ তম বর্ষপূর্তি সেলিব্রেশন করা জন্য “।
advertisement
প্রসঙ্গত, ১৯৮৩ বিশ্বকাপ জিততে পারে ভারত তা সেই সময় কেউই ভাবেননি। ফাইনাল টানা ২ বারের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট তৃতীয় ট্রফি জয়ের বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী ছিল। আর সেই অতিরিক্ত আত্মবিশ্বাসই ডোবায় ক্লাইভ লয়েডের দলকে। ফাইনালে প্রথমে ব্যাট করে মাত্র ১৮৩ রানে অলআউট হয়ে যায় ভারত। সবার ধারণা ছিল এবারও বিশ্ব চাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিস। কিন্তু সেদিন ভারতের দূর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৪০ রান করে থামতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিসকে। ৪৩ রানে ম্যাচ জিতে ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগের সূচনা করেছিলেন কপিল দেবের দল।