TRENDING:

Asia Cup 2025: হয়ে গেল এশিয়া কাপের দল ঘোষণা! বাদ ৩ মহাতারকা! কেমন হল স্কোয়াড? দেখে নিন

Last Updated:

Asia Cup 2025: ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫। টি-২০ ফরম্য়াটে হবে এবারের প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরুর প্রায় ৩ সপ্তাহ আগে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হয়ে গেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫। টি-২০ ফরম্য়াটে হবে এবারের প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরুর প্রায় ৩ সপ্তাহ আগে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেখানে বড়সড় চমক দিল পিসিবি। দলের দুই মহাতারকাকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করেছেন পাকিস্তান। বাদ পড়েছেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান।
News18
News18
advertisement

পাকিস্তানের দুই তারকাই দীর্ঘদিন ধরে খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছেন। পিসিবির এই সিদ্ধান্ত উভয়ের টি-টোয়েন্টি কেরিয়ার প্রশ্নের মুখে দিল। বাবর আজম শেষবার ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন। এক ম্যাচে শূন্য এবং অন্য ম্যাচে ৩১ রান করেছিলেন। এই সিরিজটিই ছিল রিজওয়ানের শেষ টি-টোয়েন্টি সিরিজ। যেটিতে তিনি এক ম্যাচে ৭৪ রান করেছিলেন।

advertisement

এরপর পাকিস্তানের পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ থেকে দুজনকেই বাদ দেওয়া হয়। তারপর থেকে পাকিস্তান ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে বাবর এবং রিজওয়ানকে অন্তর্ভুক্ত করা হয়নি। এশিয়া কাপ দল থেকে বাদ পড়ার পর, তাদের টি-টোয়েন্টি কেরিয়ারের সমাপ্তি ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সালমান আলী আগাকে এশিয়া কাপ এবং আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহের বিরুদ্ধে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে। অভিজ্ঞ ওয়ানডে ব্যাটসম্যান ফখর জামানকেও দলে রাখা হয়েছে। মহম্মদ হ্যারিসকে উইকেটরক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। উল্লেখ্য, মহম্মদ ওয়াসিমকেও দলে রাখা হয়েছে। বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। নাসিম শাহকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ Viral News: বাবার অজান্তে বাড়িতেই ১১ বছর ধরে সম্পর্ক! প্রেম-যৌনতায় ভরপুর! তারকা খেলোয়ারের বড় কান্ড!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এশিয়া কাপ এবং ত্রিদেশীয় সিরিজের জন্য পাকিস্তান দল: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিয়ান।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2025: হয়ে গেল এশিয়া কাপের দল ঘোষণা! বাদ ৩ মহাতারকা! কেমন হল স্কোয়াড? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল