TRENDING:

IND vs NZ: তিলক বর্মার বদলে কে পেতে পারে ভারতীয় দলে জায়গা? তালিকায় ৩ জন

Last Updated:

IND vs NZ: ২১ জানুয়ারি নাগপুরে শুরু হতে যাওয়া সিরিজে তিলক বর্মার খেলা অনিশ্চিত। মিডল অর্ডারে ইতিমধ্যেই শিবম দুবে ও রিঙ্কু সিং দলে থাকায়, তিলকের অনুপস্থিতিতে নির্বাচকদের নতুন বিকল্প বেছে নিতে হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ভারতীয় শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তিলক বর্মার চোট। বিজয় হাজারে ট্রফির সময় চোট পাওয়ার ফলে হায়দরাবাদের এই তরুণ ব্যাটার সিরিজ থেকে ছিটকে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে ২১ জানুয়ারি নাগপুরে শুরু হতে যাওয়া সিরিজে তাঁর খেলা অনিশ্চিত। মিডল অর্ডারে ইতিমধ্যেই শিবম দুবে ও রিঙ্কু সিং দলে থাকায়, তিলকের অনুপস্থিতিতে নির্বাচকদের নতুন বিকল্প বেছে নিতে হতে পারে।
News18
News18
advertisement

এই পরিস্থিতিতে সবচেয়ে বড় নাম হিসেবে উঠে আসছেন শ্রেয়স আইয়ার। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হওয়া শ্রেয়স বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। পঞ্জাবের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে তিনি ৩৪ বলে ৪৫ রান করেন এবং তার আগে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৫৩ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। আইপিএল জয়ী অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্বের অভিজ্ঞতা নির্বাচকদের কাছে বাড়তি আকর্ষণ।

advertisement

আরেক সম্ভাব্য বিকল্প হলেন মহারাষ্ট্রের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন এই ডানহাতি ব্যাটার। চলতি বিজয় হাজারে ট্রফিতে সাত ইনিংসে তিনি ৪১৩ রান করেছেন। যদিও তিনি মূলত ওপেনার, তবে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে মিডল অর্ডারেও সফলভাবে ব্যাটিং করেছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো পারফরম্যান্সের পরও ওয়ানডে দল থেকে বাদ পড়লেও, টি-টোয়েন্টিতে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

advertisement

চোটগ্রস্ত তিলক বর্মার বিকল্প হিসেবে আরেকটি জোরালো নাম দেবদত্ত পাডিক্কল। কর্ণাটকের এই বাঁহাতি ব্যাটার বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। মাত্র সাত ইনিংসে তিনি ৬৪০ রান করেছেন, গড় ৯১.৪২, যার মধ্যে রয়েছে চারটি শতরান। তাঁর এই পারফরম্যান্স তাঁকে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে তুলে ধরেছে।

আরও পড়ুনঃ আর কী করলে টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়া যায়! ইতিহাস গড়লেন সরফরাজ খান

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ডাক বিভাগের দৌলতে শিল্পীদের আয়ে বিরাট লাফ! এক ফোনেই ছৌ মুখোশ পৌঁছবে গ্রাহকের ঘরে
আরও দেখুন

এছাড়াও সইয়দ মুস্তাক আলি ট্রফিতে দেবদত্ত পাডিক্কলের আগ্রাসী ব্যাটিং নির্বাচকদের নজর কেড়েছে। ছয় ম্যাচে ১৬৭.০২ স্ট্রাইক রেটে ৩০৯ রান করে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। বাঁহাতি ব্যাটার হওয়ায় দলের কম্বিনেশনেও ভারসাম্য আনতে পারেন তিনি। এখন দেখার বিষয়, তিলক বর্মার চোটের চূড়ান্ত আপডেটের পর ভারতীয় নির্বাচকরা কাকে তাঁর উপযুক্ত বিকল্প হিসেবে বেছে নেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ: তিলক বর্মার বদলে কে পেতে পারে ভারতীয় দলে জায়গা? তালিকায় ৩ জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল