শ্রীলঙ্কার জোরে বোলার বিশ্বা ফার্নান্ডো ভারতের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভার খেলা হচ্ছিল৷ সেই ওভারের চতুর্থ বলে এই নাটক হয়৷ যা সোশ্যাল মিডিয়ায় জোর চর্চার বিষয় হয়ে গেছে৷ আসলে ফার্নান্দো এই ব সোজা ময়ঙ্কের প্যাডে গিয়ে বল লাগে৷ বোলার আর শ্রীলঙ্কার ফিল্ডার এলবিডাব্লু -র জোরদার আবেদন করেন৷ কিন্তু আম্পায়র বলকে নো বল বলে ময়ঙ্ক আগরওয়ালকে নট আউট দেন৷ এই জীবনদানের ফায়দা উঠিয়ে ময়ঙ্ক লেগ বাই রান নিয়ে দৌড়ে যান৷ তিনি অর্ধেক পিচ অবধি দৌড়ে যান৷ কিন্তু অধিনায়ক রোহিত শর্মা এটা দেখে জয়বিক্রমা জোরে দৌড়ে বলের কাছে পৌঁছে যান৷ অধিনায়ক রোহিত শর্মা এইভাবে জয়বিক্রমাকে দেখে রান নেওয়া থেকে পিছনে সরে যান৷
advertisement
আরও পড়ুন - Viral News: বিয়ে করার পর জমিয়ে কাটছিল, কিন্তু দিন ২০ বাদেই স্ত্রীকে নিয়ে হল মোহভঙ্গ
দেখুন সেই আজব নাটকের ভাইরাল ভিডিও (Viral Video)
এই ফায়দা উঠিয়ে জয়বিক্রমা বল উইকেটরক্ষককে ধরিয়ে দেন৷ আর তিনি উইকেটের বেল ফেলে দেন৷ এরই মধ্যে শ্রীলঙ্কা উইকেটরক্ষক নিরেশন ডিকেবেলা বেল ফেলে দেওয়ার পর ডিআরএসের ইশারা করেন৷