TRENDING:

২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে তদন্ত বন্ধ!‌ সাঙ্গাকারা, জয়বর্ধনের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই

Last Updated:

অভিযোগের ভিত্তিতে শ্রীলঙ্কার ক্রীড়া দফতর সম্প্রতি একটি তদন্ত শুরু করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌কলম্বো:‌ তদন্ত বন্ধ করে দিল শ্রীলঙ্কা। স্পষ্ট জানিয়ে দেওয়া হল ২০১১ বিশ্বকাপের ফাইনালে গড়াপেটা হয়নি। আর সেই সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হল সেই সময়ে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও অপর ক্রিকেটার মাহেলা জয়বর্ধনের বিরুদ্ধে গড়াপেটার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এই নিয়ে ইতিমধ্যে সঙ্গকারা, জয়বর্ধনে, উপুল থরঙ্গা ও অরবিন্দ ডি সিলভাকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী দল।
advertisement

শুক্রবার সেই তদন্তকারী দলই সিদ্ধান্ত নিয়ে তদন্ত বন্ধ করে দেওয়ার। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে।

শ্রীলঙ্কার একটি সংবাদমাধ্যমে তদন্তকারীদের উদ্ধৃত করে বলা হয়েছে, ‘‌অভিযোগের ভিত্তিতে যে তিনটি বয়ান রেকর্ড করা হয়েছে, তাতে ওই ম্যাচ গড়াপেটার কোনও প্রমাণ পাওয়া যায়নি। আইসিসি–ও এই বিষয়ে কোনও উত্তর দেয়নি। আইসিসি তদন্তের বিষয়টিই উড়িয়ে দিয়েছে।’‌

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অভিযোগের ভিত্তিতে শ্রীলঙ্কার ক্রীড়া দফতর সম্প্রতি একটি তদন্ত শুরু করে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ বলেছিলেন, ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে গড়াপেটা করা হয়েছে। আর সেই গড়াপেটার সঙ্গে যুক্ত রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা।

বাংলা খবর/ খবর/খেলা/
২০১১ বিশ্বকাপের ফাইনাল নিয়ে তদন্ত বন্ধ!‌ সাঙ্গাকারা, জয়বর্ধনের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল