TRENDING:

Rohit Sharma: রোহিতকে কেন সরানো হল অধিনায়কত্ব থেকে? ক্ষোভ উগড়ে দিলেন ২ ভারতীয় ক্রিকেটার!

Last Updated:

Rohit Sharma: টেস্ট ক্রিকেটে শুভমান গিলকে অধিনায়ক করার পর এবার ওয়ানডে দলেও তাঁকে দায়িত্ব দিয়েছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে রোহিত শর্মা দলে থাকলেও নতুন অধিনায়ক হয়েছেন গিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টেস্ট ক্রিকেটে শুভমান গিলকে অধিনায়ক করার পর এবার ওয়ানডে দলেও তাঁকে দায়িত্ব দিয়েছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে রোহিত শর্মা দলে থাকলেও নতুন অধিনায়ক হয়েছেন গিল। দলে রয়েছেন বিরাট কোহলি। তবে দুই তারকাকেই ২০২৭ বিশ্বকাপের দলে জায়গা পেতে হলে পারফরম্যান্স দিয়ে নিজেদের প্রমাণ করতে হবে, তা একপ্রকার নিশ্চিত।
News18
News18
advertisement

রোহিত শর্মার অধিনায়কত্ব হারানো অসন্তোষ প্রকাশ করেছেন দুই ভারতীয় তারকা হরভদন সিং ও মহম্মদ কাইফ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ এই সিদ্ধান্তে ব্যথিত। তাঁর মতে, রোহিত শর্মাকে আরও কিছুটা সময় দেওয়া উচিত ছিল। সিদ্ধান্তটা তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে। রোহিতের অধিনায়ক হিসেবে সাফল্যের পরিসংখ্যানও তুলে ধরেন কাইফ।

কাইফ বলেন,”রোহিত শর্মা তাঁর জীবনের ১৬টা বছর দেশের জন্য উৎসর্গ করেছেন, আর আমরা তাঁকে অধিনায়ক হিসেবে মাত্র ১ বছরও সময় দিতে পারলাম না। ১৬টা আইসিসি ইভেন্টের ম্যাচে ১৫টিতে জয় এসেছে তাঁর নেতৃত্বে। কেবল একটি হার—যেটি ছিল ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দেশকে টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচটি, যা দুবাইয়ে হয়েছিল, সেখানে রোহিত শর্মা ছিলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। ফলে এত তাড়াহুড়ো না করলেও হতো।”

advertisement

আরও পড়ুনঃ অধিনায়ক হিসেবে রোহিতের এই রেকর্ড ধোনি-কোহলি ভাঙতে পারেননি, গিল-সূর্যও পারবে না!

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

একইরকম মত হরভজন সিংয়ের। ভাজ্জি বলেছেন, “রোহিতকে অধিনায়ক হিসেবে না দেখা আমার কাছে কিছুটা অবাক করার মতো। যদি আপনি রোহিত শর্মাকে বেছে নেন, তাহলে তাকে অধিনায়ক করুন কারণ তিনি সম্প্রতি আপনাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন।” এছাড়াও হরভজন বলেন, “সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ রোহিত। আমার মনে হয় অন্তত এই সফরে তার সুযোগ পাওয়া উচিত ছিল। যদি নির্বাচকরা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবছেন, তাহলে এখনও অনেক দূর। গিলকে ওয়ানডে অধিনায়কত্ব দেওয়ার আগে নির্বাচকরা আরও এক বছর অপেক্ষা করতে পারতেন।” তবে গিল যোগ্য উত্তরসূরি ও তরুণ তারকাকে শুভেচ্ছাও জানিয়েছেন হরভজন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma: রোহিতকে কেন সরানো হল অধিনায়কত্ব থেকে? ক্ষোভ উগড়ে দিলেন ২ ভারতীয় ক্রিকেটার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল