TRENDING:

এশীয় মঞ্চে দুই বাংলার মেয়ের সাফল্য, নয়া ইতিহাস গড়লেন আকাঙ্খা ও হিনা

Last Updated:

ক্রীড়া ক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিক গর্বিত করল দুই বঙ্গ তনয়া। অনূর্ধ্ব-১৬ এশিয়ান জুনিয়র টেনিস ও এশিয়ার যুব অ্যাথলেটিক্সে নয়া ইতিহাস রচনা করলেন আকাঙ্খা ঘোষ ও রেজওয়ানা মল্লিক হিনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ক্রীড়া ক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করল দুই বঙ্গ তনয়া। অনূর্ধ্ব-১৬ এশিয়ান জুনিয়র টেনিস ও এশিয়ার যুব অ্যাথলেটিক্সে নয়া ইতিহাস রচনা করলেন আকাঙ্খা ঘোষ ও রেজওয়ানা মল্লিক হিনা। তাসখন্দে আয়োজিত এশিয়ান যুব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার দৌড়ে গোল্ড মেডেল জিতেছেন নদিয়ার রেজওয়ানা মল্লিক হিনা। অপরদিকে, অসমের জোরহাটে আয়েজিত অনূর্ধ্ব-১৬ এশিয়ান জুনিয়র টেনিসে ডাবলস খেতাব জিতেছেন আকাঙ্খা ঘোষ। সিঙ্গেলসে জিতেছেন রুপো।
advertisement

নদিয়ার রেজওয়ানা মল্লিক হিনা ছোট বেলার থেকেই অ্যাথলেটিক্সের প্রতি আগ্রহ ছিল। অল্প বয়স থেকে জেলা ও রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছিলেন। বেঙ্গালুরুর অর্জুন অজয়ের কাছে কোচিং নেয় সে। এশিয়ান যুব অ্যাথলেটিক্সে কিছু করে দেখানোর জেদ ছিল হিনার মধ্যে। ৪০০ মিটার দৌড়তে সময় নিয়েছে ৫২.৯৮ সেকেন্ড। গোল্ড মেডেল জেতার পাশাপাশি রেকর্ডও গড়েছেন নদিয়ার মেয়ে। ৮ বছর আগে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসের এই রেস শেষ করেছিলেন ৫৩.০২ সেকেন্ডে। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করলেন বঙ্গ তনয়া।

advertisement

আরও পড়ুনঃ CSK vs PBKS: চিপকে দুই 'কিংসের' দ্বৈরথ, ধোনির চেন্নাই না ধওয়ানের পঞ্জাব, লড়াইয়ে এগিয়ে কোন দল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অপরদিকে, আকাঙ্খা ঘোষ প্রথম বাঙালি হিসেবে অনূর্ধ্ব-১৬ এশিয়ান জুনিয়র টেনিসে খেতাব জয়ের রেকর্ড গড়লেন। আহানের সঙ্গে জুটি বেঁধে ডাবলসের ফাইনালে হারান শার্বস্ত্রি এবং নিশিতাকে। ডাবলসে আকাঙ্খার পার্টনার আহানের বিরুদ্ধেই সিঙ্গেলসের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। সেখানে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ডাবলসের ফাইনালে স্ট্রেট সেটে জেতেন আকাঙ্খা ও আহান। খেলার ফল ৬-২, ৬-২। দুই বঙ্গ তনয়ার সাফল্য গর্বিত গোটা বাংলা তথা দেশ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
এশীয় মঞ্চে দুই বাংলার মেয়ের সাফল্য, নয়া ইতিহাস গড়লেন আকাঙ্খা ও হিনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল