TRENDING:

ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব! অথচ ভারত নেই? 'ষড়যন্ত্র' করল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড!

Last Updated:

150th anniversary of test cricket- টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্ণ হওয়ায় দিবারাত্রির ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই টেস্ট ম্যাচটি ২০২৭ সালের ১১ মার্চ থেকে মেলবোর্নে অনুষ্ঠিত হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ক্রিকেটের সর্বশক্তিমান এখন ভারত। অথচ ভারতকে ছাড়াই কি এখন বড় কোনও টুর্নামেন্ট বা উদযাপন আশা করা যায়? এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ সম্ভবত না-ই বলবেন!
News18
News18
advertisement

তবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এমন একটি উদযাপনের প্রস্তুতি নিয়েছে, যেখানে ভারত নেই! টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্ণ হওয়ায় দিবারাত্রির ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই টেস্ট ম্যাচটি ২০২৭ সালের ১১ মার্চ থেকে মেলবোর্নে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে, দিন-রাত্রির টেস্ট ম্যাচ ২০২৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) খেলা হবে। এই ঐতিহাসিক স্টেডিয়ামেই ১৮৭৭ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল।

advertisement

আরও পড়ুন- হঠাৎ কেন ‘কেকেআর কোচের’ দ্বারস্থ রোহিত শর্মা? সামনে কোন বড় চমক? জেনে নিন বিস্তারিত

অস্ট্রেলিয়া এবার ইংলিশ ক্রিকেট দলের বিরুদ্ধে ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজও আয়োজন করবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এমসিজিতে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। এটি দিন-রাতের ম্যাচ, ফ্লাড লাইটে অনুষ্ঠিত হবে।

advertisement

অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ১৩টি দিন-রাত্রির টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে ১২টি ম্যাচে। আটটি ম্যাচ অ্যাডিলেডে আয়োজন করা হয়। মাত্র দুদিন আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। গত বছরের জুনে জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুন- চুমু খান প্রথম দেখায়! তার পর হোটেলের ঘর…! রোহিত শর্মার গোপন প্রেমিকা ‘ইনি’

advertisement

২০২৩ সালে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও ভারত ছিল। তার মানে ভারতীয় পুরুষ দল গত তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি লিগ, আইপিএল, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দ্বারা আয়োজিত হয়। আইসিসি তাদের আয়ের বেশির ভাগ আয় করে ভারত থেকে। তা সত্ত্বেও ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক ম্যাচের বর্ষপূর্তি থেকে ভারত দূরে থাকাটা সবারই বোঝার বাইরে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব! অথচ ভারত নেই? 'ষড়যন্ত্র' করল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল