চুমু খান প্রথম দেখায়! তার পর হোটেলের ঘর...! রোহিত শর্মার গোপন প্রেমিকা 'ইনি'

Last Updated:
Rohit Sharma-Sofia Hayat- সোফিয়া দাবি করেছিলেন, একবার শুটিং-এর মাঝে তারা একটি হোটেলের ফাঁকা ঘরে যান। সেখানেই নাকি রোহিত তাঁকে চুমু খান।
1/8
সারা দেশ এখন তাঁর বন্দনা করছে। ভারতীয় দলকে কয়েক মাসের ব্যবধানে দুটি আইসিসি ট্রফি জিতিয়েছেন তিনি। রোহিত শর্মা এখন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক।
সারা দেশ এখন তাঁর বন্দনা করছে। ভারতীয় দলকে কয়েক মাসের ব্যবধানে দুটি আইসিসি ট্রফি জিতিয়েছেন তিনি। রোহিত শর্মা এখন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক।
advertisement
2/8
সোফিয়া হায়াতের কথা হয়তো অনেকই ভুলে গিয়েছেন! একটা সময় এই ব্রিটিশ মডেলের সঙ্গে নাম জড়িয়েছিল ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার। তবে তাঁদের সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।
সোফিয়া হায়াতের কথা হয়তো অনেকই ভুলে গিয়েছেন! একটা সময় এই ব্রিটিশ মডেলের সঙ্গে নাম জড়িয়েছিল ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার। তবে তাঁদের সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।
advertisement
3/8
ক্রিকেট সুপারস্টার রোহিত শর্মা ও তাঁর স্ত্রী রিতিকা সজদেহর এখন সুখের সংসার। দুই সন্তানের মা-বাবা তাঁরা। তবে একটা সময় রোহিতের প্রেম জীবন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।
ক্রিকেট সুপারস্টার রোহিত শর্মা ও তাঁর স্ত্রী রিতিকা সজদেহর এখন সুখের সংসার। দুই সন্তানের মা-বাবা তাঁরা। তবে একটা সময় রোহিতের প্রেম জীবন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।
advertisement
4/8
সোফিয়া পরিচিতি পান জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে। মডেল-অভিনেত্রী সোফিয়া হায়াতের সঙ্গে রোহিত শর্মার প্রেমের গুঞ্জন নিয়ে একটা সময় বিরাট আলোচনা হত।
সোফিয়া পরিচিতি পান জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে। মডেল-অভিনেত্রী সোফিয়া হায়াতের সঙ্গে রোহিত শর্মার প্রেমের গুঞ্জন নিয়ে একটা সময় বিরাট আলোচনা হত।
advertisement
5/8
জানা যায়, লন্ডনে একটি পার্টিতে রোহিত শর্মার সঙ্গে সোফিয়ার আলাপ হয়েছিল। রোহিতের সম্পর্ক ছিল বলে পরে টুইটও করেছিলেন সোফিয়া। আবার এটাও লেখেন, সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।
জানা যায়, লন্ডনে একটি পার্টিতে রোহিত শর্মার সঙ্গে সোফিয়ার আলাপ হয়েছিল। রোহিতের সম্পর্ক ছিল বলে পরে টুইটও করেছিলেন সোফিয়া। আবার এটাও লেখেন, সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।
advertisement
6/8
রোহিত কিন্তু এই সম্পর্কের কথা সরাসরি অস্বীকার করেছিলেন। তার পর রোহিতকে  টুইটারে ব্লক করে দেন সোফিয়া। এমনই শোনা যায়, সেই পার্টিতে প্রথম আলাপেই পরস্পরকে চুমু খেয়েছিলেন তাঁরা।
রোহিত কিন্তু এই সম্পর্কের কথা সরাসরি অস্বীকার করেছিলেন। তার পর রোহিতকে টুইটারে ব্লক করে দেন সোফিয়া। এমনই শোনা যায়, সেই পার্টিতে প্রথম আলাপেই পরস্পরকে চুমু খেয়েছিলেন তাঁরা।
advertisement
7/8
অনেকদিন আগেই বিনোদন দুনিয়া থেকে সরে গিয়ে সোফিয়া সন্ন্যাসজীবন গ্রহণ করেছিলেন। পরে বিয়েও করেন মডেল ভ্লাদ স্তানেস্কুকে। তবে সেই বিয়েও টেকেনি। রোহিতের সঙ্গে সম্পর্কের পর সোফিয়া আলোচনার কেন্দ্রে ছিলেন।
অনেকদিন আগেই বিনোদন দুনিয়া থেকে সরে গিয়ে সোফিয়া সন্ন্যাসজীবন গ্রহণ করেছিলেন। পরে বিয়েও করেন মডেল ভ্লাদ স্তানেস্কুকে। তবে সেই বিয়েও টেকেনি। রোহিতের সঙ্গে সম্পর্কের পর সোফিয়া আলোচনার কেন্দ্রে ছিলেন।
advertisement
8/8
সোফিয়া দাবি করেছিলেন, একবার শুটিং-এর মাঝে তারা একটি হোটেলের ফাঁকা ঘরে যান। সেখানেই নাকি রোহিত তাঁকে চুমু খান। অনেকটা সময় তাঁরা একসঙ্গে ছিলেন বলেও সোফিয়া দাবি করেন।
সোফিয়া দাবি করেছিলেন, একবার শুটিং-এর মাঝে তারা একটি হোটেলের ফাঁকা ঘরে যান। সেখানেই নাকি রোহিত তাঁকে চুমু খান। অনেকটা সময় তাঁরা একসঙ্গে ছিলেন বলেও সোফিয়া দাবি করেন।
advertisement
advertisement
advertisement