TRENDING:

Yusuf Pathan: বহরমপুরে দেখা নেই পাঠানের, সরব বিরোধীরা! সাংসদ কোথায়, জবাব দিল তৃণমূল

Last Updated:

গত ৪ জুন ভোটের ফল প্রকাশের পরের দিন বহরমপুর ছাড়েন পাঠান৷ বিরোধীদের অভিযোগ, এর পর থেকে এক মাসের বেশি সময় কেটে গেলেও নিজের সংসদীয় এলাকায় আর দেখা যায়নি তৃণমূল সাংসদকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: অধীর চৌধুরীকে তাঁর গড়ে গিয়ে হারিয়ে দিয়ে চমকে দিয়েছিলেন তিনি৷ সাংসদ হিসেবে বহরমপুরবাসী তাঁকে পাশে পাবেন, এমন আশ্বাসও দিয়েছিলেন৷ কিন্তু ভোটের ফল বেরনোর পর থেকেই বহরমপুরে আর দেখা পাওয়া যায়নি ইউসুফ পাঠানের৷ এই অভিযোগকে ঘিরেই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা৷
বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান৷
বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান৷
advertisement

ইউসুফ পাঠান বহিরাগত প্রার্থী বলে ভোটের সময়ই প্রচারে অভিযোগ করেছিল কংগ্রেস, বিজেপির মতো দলগুলি৷ যদিও বহিরাগত তকমাকে মাঠের বাইরে ফেলে শেষ হাসি হেসেছিলেন দুবারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার৷ অধীর চৌধুরীকে প্রায় ৮০ হাজার ভোটে হারান তৃণমূল প্রার্থী পাঠান৷ এর পর সাংসদ হিসেবে শপথও নিয়েছেন তিনি৷

গত ৪ জুন ভোটের ফল প্রকাশের পরের দিন বহরমপুর ছাড়েন পাঠান৷ বিরোধীদের অভিযোগ, এর পর থেকে এক মাসের বেশি সময় কেটে গেলেও নিজের সংসদীয় এলাকায় আর দেখা যায়নি তৃণমূল সাংসদকে৷ আর এ নিয়েই সরব হয়েছেন বিরোধীরা৷ তাঁদের কটাক্ষ, এটাই হওয়ার ছিল৷

advertisement

যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব৷

সাংসদের ঘনিষ্ঠ সূত্রে দাবি, পাঠান প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার৷ এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলতে যান তিনি৷ বর্তমানে লন্ডনে লেজেন্ড লিগ ক্রিকেট খেলতে ব্যস্ত তিনি৷ তবে খুব শিগগিরই তিনি বহরমপুরে আসবেন৷

আরও পড়ুন: রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি! পুরীর রথযাত্রায় বড়সড় বিপত্তি

advertisement

মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘তাঁর এখানে বাড়ি নয়, এটা তাঁর কাজের জায়গা৷ জেতার পর তিনি বাড়ি গিয়েছেন, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার সংসদে গিয়ে শপথ নিয়েছেন, নির্দিষ্ট কিছু নিয়ম পালন করতে হয়েছে৷ তার পর সংসদের অধিবেশন চলেছে৷ আবার ২২ তারিখ থেকে সংসদ বসবে৷ ইউসুফ পাঠান বিশ্ববন্দিত ক্রিকেটার, এই মুহূর্তে ইংল্যান্ডে খেলছেন৷ তবে তার মধ্যেও নিয়মিত আমাদের সঙ্গে তাঁর কথা হচ্ছে, কোনও কিছু প্রয়োজন আছে কি না তিনি খোঁজ নিচ্ছেন৷ খুব শিগগিরই তিনি বহরমপুরেও আসবেন৷ সবাইকে বলব, কোনও গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘ইউসুফ পাঠানকে কেন দেখা যাচ্ছে না এটা তো তৃণমূল নেতৃত্ব বলতে পারবেন৷ উনি কৃতি ক্রিকেটার, অরাজনৈতিক মানুষ৷ উনি ক্রিকেট খেলবেন সেটাই স্বাভাবিক৷ আজকে ইংল্যান্ডে খেলছেন, কালকে অস্ট্রেলিয়ায় খেলবেন৷ এটা যাঁরা বুঝেছেন তাঁরা বুঝেছেন৷ অনেক তৃণমূল নেতাই হয়তো চান না ইউসুফ পাঠান আসুক৷ সাংসদ তহবিলের টাকায় কী হবে, সেটা হয়তো তাঁরাই ঠিক করতে চান৷ জনগণ ক্ষেপে গিয়ে যদি তৃণমূল নেতাদের প্রশ্ন করেন, সাংসদ কোথায়, তার জবাব তৃণমূল নেতাদেরই দিতে হবে৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Yusuf Pathan: বহরমপুরে দেখা নেই পাঠানের, সরব বিরোধীরা! সাংসদ কোথায়, জবাব দিল তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল