TRENDING:

বিয়ে ঠিক হতেই পিংলায় তরুণীকে প্রাণে মারার চেষ্টা! ঠেলে ফেলা হল চলন্ত গাড়ি থেকে

Last Updated:

দশমীর দিনই ওই তরুণীর বিয়ের পাকা কথা হয়েছিল৷ কালীপুজোর পর বিয়ের কথা ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পিংলা: পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিয়ের ঠিক আগেই তরুণীকে প্রাণে মারার চেষ্টা৷ চলন্ত গাড়ি থেকে ওই তরুণীকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ৷ গুরুতর আহত অবস্থায় ওই তরুণী বর্তমানে শিয়ালদহের এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ইতিমধ্যেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সুব্রত দলুই নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, দশমীর দিনই ওই তরুণীর বিয়ের পাকা কথা হয়েছিল৷ কালীপুজোর পর বিয়ের কথা ছিল৷ এই অবস্থায় গতকাল টিউশন ফি জমা দেওয়ার জন্য বাড়ি ছেতে বেরোন ওই তরুণী৷ এর পর থেকেই আর বাড়ি ফেরেননি তিনি৷ শেষ পর্যন্ত বেশ কয়েক ঘণ্টা পরে পিংলারই মুণ্ডুমারী এলাকা থেকে ওই তরুণীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়৷ অভিযোগ, একটি চলন্ত গাড়ি থেকে তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে৷

advertisement

আরও পড়ুন:টার্গেট ছিল অয়নের মোবাইল হাতিয়ে নেওয়া, খুন কি তাহলে পূর্ব পরিকল্পিত? ভাবাচ্ছে তদন্তকারীদের

এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রহস্য ঘণীভূত হয়েছে৷ ওই তরুণীকে জোর করে গাড়িতে তোলা হয়েছিল, নাকি তিনি স্বেচ্ছায় গাড়িতে উঠেছিলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে৷ তরুণীর মাথায় গুরুতর আঘাত রয়েছে৷ ফলে তাঁর বয়ান নিতে পারেনি পুলিশ৷ যদিও সুব্রত দলুই নামে যে যুবক ওই গাড়ি চালাচ্ছিল, তাকে গ্রেফতার করেছে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

তরুণীর যার সঙ্গে বিয়ে হওয়ার কথা, সেই যুবকের দাবি, অভিযুক্ত সুব্রত দলুই এর আগেও ওই তরুণীকে অনুসরণ করত৷ ওই তরুণীর মোবাইল নম্বরও স্থানীয় বাসিন্দাদের থেকে চেয়েছিল সে৷ অভিযুক্ত সুব্রত দলুই অবশ্য দাবি করেছে, তরুণী নিজেই চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আহত হয়েছেন৷ তরুণীর অবস্থা স্থিতিশীল হলেই তাঁর সঙ্গে কথা বলে রহস্য উন্মোচন করতে চায় পুলিশ৷ ওই গাড়িতে আর কেউ ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিয়ে ঠিক হতেই পিংলায় তরুণীকে প্রাণে মারার চেষ্টা! ঠেলে ফেলা হল চলন্ত গাড়ি থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল