TRENDING:

Young woman murdered in Berhampore: ভর সন্ধ্যায় রাস্তার উপরে যুবতীকে কুপিয়ে খুন করল দুই আততায়ী! চাঞ্চল্য বহরমপুরে

Last Updated:

রক্তাক্ত অবস্থায় বছর কুড়ির ওই যুবতীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুর: ভর সন্ধেবেলা বহরমপুর শহরের বুকে এক যুবতীকে ছুরি মেরে খুন করল দুষ্কৃতীরা৷ বহরমপুর সুইমিং পুলের সামনেই এই ঘটনা ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই যুবক বাইকে করে এসে যুবতীর উপরে ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়৷ এর পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

রক্তাক্ত অবস্থায় বছর কুড়ির ওই যুবতীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ জানা গিয়েছে, নিহতের বাড়ি মালদহে৷ কী কারণে এই খুন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

আরও পড়ুন: নবাবি ঐতিহ্য মেনে মুর্শিদাবাদের ইমামবাড়াতে আজও রোজাদারদের জন্য তৈরি হয় বিরিয়ানি

advertisement

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, তৃতীয় বর্ষের পড়ুয়া ওই কলেজ ছাত্রী বহরমপুরের সূর্য সেন নগরে একটি মেসে থাকত৷ এ দিন সেখান থেকেই ওই যুবতীকে ডেকে আনে এক যুবক৷ তার পরেই ওই কলেজ ছাত্রীর উপরে হামলা চালায় সে৷ এই কারণেই পুলিশের অনুমান, আততায়ী যুবতীর পূর্ব পরিচিত৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ব্যক্তিগত কোনও আক্রোশ থেকেই এই হামলা বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের৷ আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুেটজও খতিয়ে দেখা হচ্ছে৷ প্রত্যক্ষদর্শীদের দেওয়া বিবরণ শুনেও বাইক এবং আততায়ীদর চিহ্নিত করার চেষ্টা চলছে৷ পাশাপাশি, নিহত যুবতীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Young woman murdered in Berhampore: ভর সন্ধ্যায় রাস্তার উপরে যুবতীকে কুপিয়ে খুন করল দুই আততায়ী! চাঞ্চল্য বহরমপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল