রক্তাক্ত অবস্থায় বছর কুড়ির ওই যুবতীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ জানা গিয়েছে, নিহতের বাড়ি মালদহে৷ কী কারণে এই খুন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
আরও পড়ুন: নবাবি ঐতিহ্য মেনে মুর্শিদাবাদের ইমামবাড়াতে আজও রোজাদারদের জন্য তৈরি হয় বিরিয়ানি
advertisement
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, তৃতীয় বর্ষের পড়ুয়া ওই কলেজ ছাত্রী বহরমপুরের সূর্য সেন নগরে একটি মেসে থাকত৷ এ দিন সেখান থেকেই ওই যুবতীকে ডেকে আনে এক যুবক৷ তার পরেই ওই কলেজ ছাত্রীর উপরে হামলা চালায় সে৷ এই কারণেই পুলিশের অনুমান, আততায়ী যুবতীর পূর্ব পরিচিত৷
ব্যক্তিগত কোনও আক্রোশ থেকেই এই হামলা বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের৷ আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুেটজও খতিয়ে দেখা হচ্ছে৷ প্রত্যক্ষদর্শীদের দেওয়া বিবরণ শুনেও বাইক এবং আততায়ীদর চিহ্নিত করার চেষ্টা চলছে৷ পাশাপাশি, নিহত যুবতীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ৷