মেলাতে অনেক সময় দেখা যায় ভিড়ের মাঝে একটি বড় সিলিন্ডারের গাড়ি নিয়ে তার ওপরে বেশ কিছু বেলুন ফুলিয়ে সুতো দিয়ে বেঁধে রাখে দোকানদার। আর সেই বেলুন কিনতেই জমায়েত করে বাচ্চা থেকে বড় সকলেই। তবে এই গ্যাসের সিলিন্ডার গুলি কতখানি নিরাপদ তা অনেকেই খতিয়ে দেখেন না।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
এই সিলিন্ডার কোনও কারণে দুর্ঘটনাবশত যদি ফেটে যায় তাহলে হতে পারে তার থেকে ভয়ানক বিপদ। যেমনটি হল নদিয়ার কল্যাণীতে। মেলা চলাকালীন গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ১ আহত ৩। মৃতের নাম মুসকান মণ্ডল, বয়স আনুমানিক ২৪।
আনুমানিক রাত বারোটা নাগাদ নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত ঘোড়াগাছা এলাকায় একটি স্কুলের মাঠে চলছিল মেলা। সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পসড়া সাজিয়ে বিক্রি করছিলেন এক দোকানদার। সেই সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটে গুরুতর জখম হন চারজন।
জখম ব্যক্তিদের কল্যাণী যেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করে। আহত তিনজনের মধ্যে একজন বেলুন বিক্রেতা। মেলার মধ্যে আকস্মিক এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। তদন্তে কল্যাণী থানার পুলিশ।
Mainak Debnath