জানা গিয়েছে, কান্দি বিধানসভার ১১টি পঞ্চায়েত ও পুরসভা এলাকায় ২৪টি স্কুলে পরীক্ষার ব্যবস্থা করা হয়। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে ৭৮০০ জন এই পরীক্ষা দিলেন। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন স্থানীয় স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাঁরাই দেখবেন উত্তরপত্র। মোট ১০০ নম্বরের পরীক্ষা দেওয়া হল উৎসবের মেজাজে। এদের মধ্যে থেকে প্রথম ১০০ জনকে বাছাই করে নিয়ে তাদেরকে আগামী দিনে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন বিধায়ক অপূর্ব সরকার।
advertisement
কান্দি পুরসভার বিভিন্ন স্কুলে গিয়ে পরীক্ষা কেমন চলছে তা পরিদর্শন করেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক। ছাত্রছাত্রীরা আনন্দ সহকারে পরীক্ষা দেয়। কান্দি বিধায়ক অপূর্ব সরকার জানিয়েছেন, বহু মেধাবী ছাত্র ছাত্রীরা রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমরা এই অভিনব উদ্যোগ গ্রহণ করে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়। ৭৮০০ জনের মধ্যে থেকে প্রথম ১০০জনকে বেছে নেওয়া হবে। তাদের ভবিষ্যতে পড়াশুনার দায়িত্ব নেওয়া হবে। কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, বৃত্তি পরীক্ষার মতোই আমরাও এই মেধা অনুসন্ধান পরীক্ষা চালু করলাম এই বছর প্রথম। প্রত্যক বছর এই পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। তাতে ছাত্ররা তারা মেধার পরিচয় দিতে পারবেন।