TRENDING:

বাড়িতে ফেলা হয়েছিল কার্তিক, নেমন্তন্ন করতে গিয়ে বিষ দিয়ে মারা হল যুবককে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাসন্তী: কার্তিক ঠাকুর বাড়িতে দেওয়ায় নিমন্ত্রণ করতে গিয়ে পিটিয়ে গালে বিষ দিয়ে মারা হলো এক ব্যাক্তিকে। অভিযোগ প্রতিবেশী যুবকদের বিরুদ্ধে। বাসন্তী থানার ৯নম্বর কুমড়া খালি গ্রামের ফনি সাফুই। গত ১লা কার্তিক প্রতিবেশী যুবকরা ফনির বাড়িতে কার্তিক ঠাকুর দেয় সেই নিয়ে ফনি বাড়িতে গালিগালাজ করে৷
advertisement

তারপর প্রায় এক মাস পরে অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন ফনি এলাকার যুবকদের নিমন্ত্রণ করতে গেলে তার সঙ্গে ওই যুবকদের সঙ্গে ঝামেলা বাধে৷ সেই নিয়ে ফনিকে ব্যাপক মারধোর করে গাছে বেধে গলায় বিষ ঢেলে দেয়৷ এমনি অভিযোগ পরিবারের। তারপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ফনির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

এই ঘটনায় বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেন পরিবার। তবে এখনও কেউ গ্রেফতার বা আটক হয়নি।ঘটনার তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে যায়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়িতে ফেলা হয়েছিল কার্তিক, নেমন্তন্ন করতে গিয়ে বিষ দিয়ে মারা হল যুবককে