আরও পড়ুন: প্রেম দিবসের দাপটে কোণঠাসা বাগদেবী? কুমোরটুলির ছবি কী বলছে
শুক্রবার সকালে জয়নগরের মিত্রগঞ্জে কুলপি রোডের পাশের একটি পুকুরের উপর থাকা জালে পেঁচাটিকে আটকে পড়ে থাকতে দেখেন স্থানীয় যুবক অমিত দাস। বুঝতে পারেন সাহায্য না করলে পেঁচাটি কোনোওভাবেই জালের ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবে না। এরপর ওই যুবক কোনওরকমে পুকুরের জাল থেকে ওই পেঁচাটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
খবর দেওয়া হয় বন দফতরে। তারপর মথুরাপুর বিট অফিসের তিনজন বনকর্মী এসে অমিত দাসের কাছ থেকে পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায়। এ ব্যাপারে বন দফতরের কর্মীরা জানান, এটি একটি লক্ষ্মী পেঁচা। সেভাবে এই ধরনের পেঁচা আর দেখা যায় না। কোনওভাবে এখানে চলে এসেছে এবং উড়তে গিয়ে জালে জড়িয়ে গিয়েছে। ডান পায়ে সামান্য আঘাত আছে। পেঁচা উদ্ধারকারী ওই যুবক বলেন, বন দফতরের হাতে পেঁচাটিকে তুলে দিতে পেরে খুশি হয়েছি।
সুমন সাহা