TRENDING:

Birbhum News: বিসর্জনে মারামারি, একদিন পর শুরু শ্বাসকষ্ট! পুজোর ছুটিতে বাড়ি ফিরে যুবকের মর্মান্তিক পরিণতি

Last Updated:

নানুরের পাকুড়হাঁস গ্রামের বাসিন্দা ১৯ বছরের ওই যুবকের নাম অভিজিৎ মেটে৷ হায়দ্রাবাদের একটি সংস্থায় কাজ করতেন অভিজিৎ৷ দুর্গা পুজোর ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্দ্রজিৎ রুজ, নানুর: দুর্গা পুজোর ছুটিতে বাড়ি এসেছিলেন৷ কিন্তু কাজে আর ফেরা হল না বীরভূমের নানুরের বাসিন্দা ১৯ বছরের যুবকের৷ পুজোর বিসর্জনকে কেন্দ্র করে এলাকারই কয়েকজন যুবকের সঙ্গে মারামারির জেরে মৃত্যু হল ওই যুবকের!
মৃত যুবকের বাড়ির সামনে এলাকাবাসীর ভিড়৷
মৃত যুবকের বাড়ির সামনে এলাকাবাসীর ভিড়৷
advertisement

নানুরের পাকুড়হাঁস গ্রামের বাসিন্দা ১৯ বছরের ওই যুবকের নাম অভিজিৎ মেটে৷ হায়দ্রাবাদের একটি সংস্থায় কাজ করতেন অভিজিৎ৷ দুর্গা পুজোর ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, একাদশীর রাতে গ্রামের প্রসিদ্ধ সিংহবাহিনী দুর্গা প্রতিমার নিরঞ্জন উপলক্ষে অভিজিতের সঙ্গে পাড়ার কয়েকজন যুবকের বচসা বাঁধে। মুহূর্তের মধ্যে তা হাতাহাতি ও কিল ঘুষিতে গড়ায়। যদিও সেদিনকার মতো ঘটনাটি মিটে যায়, কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ারও প্রয়োজন পড়েনি।

advertisement

কিন্তু শনিবার রাত থেকে তীব্র পিঠের যন্ত্রণা ও শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন অভিজিৎ। ভোরে তাঁকে নানুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই রবিবার সকালে মৃত্যু হয় তাঁর।

অভিজিতের পরিবারের অভিযোগ, নিরঞ্জনের রাতে হওয়া বেধড়ক মারধরের ফলেই অভিজিতের মৃত্যু হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের বাড়ির মহিলাদের দাবি, “বড়সড় মারামারি হয়নি, উভয়পক্ষের মধ্যে শুধু ধস্তাধস্তিই হয়েছে। মারা যাওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি।” তবে তাঁরা পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের উপর আস্থা রাখছেন বলে জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গর্ভগৃহে নয়, আজ বিশ্রাম মঞ্চে রাজবেশ পরিয়ে পুজো করা হবে মা তারার, দর্শন করুন এই শুভ লগ্ন
আরও দেখুন

মৃত যুবকের পিসোমশাই মধুসূদন মেটে বলেন, “ছয় জনের বিরুদ্ধে নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।” তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা তদন্ত করে দেখছে তারা৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বিসর্জনে মারামারি, একদিন পর শুরু শ্বাসকষ্ট! পুজোর ছুটিতে বাড়ি ফিরে যুবকের মর্মান্তিক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল