বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সহ ছাত্রাবাসে ঢুকতে গেলে এবার স্মার্ট কার্ড পাঞ্চ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন রাজবাড়ি, গোল্ডেন জুবিলি ভবন, হস্টেল এমনকি লাইব্রেরিতে ঢুকতে গেলেও স্মার্ট কার্ড পাঞ্চ করতে হবে। শিক্ষক শিক্ষাকর্মী পড়ুয়া সবাইকেই এই স্মার্ট কার্ডের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই স্মার্ট কার্ড আই কার্ড হিসেবে কাজ করবে। কেউ কোনও প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে এলে তাঁর জন্য ভিজিটার্স কার্ড ইস্যু করা হবে।
advertisement
আরও পড়ুন- বিয়ের মন্ডপেই শুরু! বরকে দেখে নিজেকে সামলাতে পারল না কনে! প্রকাশ্যেই যা করল… লজ্জায় লাল হবু
ক্যাম্পাস-সহ হোস্টেলে বহিরাগতদের প্রবেশ অবাধ। এই নিয়ে বারংবার অভিযোগ ছিল ছাত্র ছাত্রীদের একাংশের। সেই অবাধ প্রবেশ আটকানো নিশ্চিত করতেই স্মার্ট কার্ড পাঞ্চের ভাবনা। জোর দেওয়া হচ্ছে সিসি ক্যামেরার ওপরও। এতদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও হোস্টেলগুলিতে ঢুকতে গেলে সেরকম কোনও নজরদারি ছিল না। তার ফলে বহিরাগতরা আবাধে প্রবেশ করত। ছাত্র-ছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকাদেরও স্মার্ট কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা বাড়ানো হবে। এমনকি ৪০ জন অবসর প্রাপ্ত সেনা কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন-‘কন্ডোম’ ছাড়া একমুহূর্ত চলে না…! রণবীরের ‘বেডরুম সিক্রেট’ ফাঁস দীপিকার, রেগে আগুন ঋষি যা বললেন…
বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইসি বৈঠকে বিষয় গুলি নিয়ে আলোচনা হয়েছে। স্মার্ট কার্ডের টেন্ডার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে। অবসর প্রাপ্ত সেনা কর্মীদের নিয়োগ নিয়েও সেনা বোর্ডের সঙ্গে কথা হয়েছে।এই সিদ্ধান্তে খুশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র – ছাত্রী সকলেই। এসএফআই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বাস্তবে কবে এই কাজ হবে বা কতদিন ঠিক থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। স্মার্ট কার্ডই আই কার্ডের কাজ করবে। বাইরে থেকে কেউ প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে এলে তাঁর জন্য ভিজিটার্স কার্ড ইস্যু করা হবে।