#তমলুক: তমলুকের প্রাচীন বর্গভীমা মন্দিরে শুরু হলো মহাযজ্ঞ। তমলুকের রাজা তাম্রধ্বজের হাত ধরে তমলুকে প্রতিষ্ঠিত হয় বর্গভীমা মন্দির। সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল তমলুকে। সেই থেকে সতীর ৫১ পিঠের এক পিঠ হিসাবে পরিচিত।
এখানে মা বর্গভীমা কালী রুপে অধিষ্ঠিত। এই মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তা অজানা। এই মন্দিরের দেবী খুবই জাগ্রত। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এই মন্দিরে এসে ভিড় জমান এবং তাঁদের মানত করে থাকেন। ভক্তদের বিশ্বাস, এখানে মায়ের কাছে মানত করলে বিফলে যায় না। তাই মন্দিরে ভক্তদের ভিড় দিনে দিনে বেড়েই চলেছে।
advertisement
নিত্য পুজোর পাশাপাশি বিশেষ বিশেষ দিনে পুজো-আচ্চা করা হয় এখানে। ১০ ও ১১ ডিসেম্বর মন্দিরের বার্ষিক অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে মহাযঞ্জ। সোমবার সকাল থেকে মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে নানা আলোক সজ্জা ও ফুলের সাজে। আগামী ১১ই ডিসেম্বর পর্যন্ত চলবে পুজোর আচার অনুষ্ঠান।