আরও পড়ুনঃ স্বজনহারাকে ফেরাল হ্যাম রেডিও, আসামের নিখোঁজ মহিলা ঘরে আসলেন দু’বছর পর
মিষ্টান্ন প্রতিষ্ঠানের কর্নধার শুভেন্দু মন্ডল বলেন, “প্রতিবার ভাইফোঁটায় চিরাচরিত খাজা, গজা, লবঙ্গলতিকা, বেকড রস মাধুরী, ক্ষীরমোহন, অমৃত কলশ, ক্ষীরসুন্দরী তো আছেই। এবার যেহেতু বিশ্বকাপ চলছে। তাই আমরাও মিষ্টির উপরে একটু এক্সপেরিমেন্ট করেছি। মিষ্টিতে বিশ্বকাপের চমক রেখেছি। ছোট বিশ্বকাপের দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা। অনেকেই এই মিষ্টি পছন্দ করছেন। কিনে নিয়ে যাচ্ছেন। ভারত এবার বিশ্বকাপ জিতবে কোনও সন্দেহ নেই। আর ভারত বিশ্বকাপ জিতলে মিষ্টি মুখ হবে।”
advertisement
ক্রেতারা বলেন, “ভাইফোঁটার মিষ্টির বাইরে এই ধরনের বিশ্বকাপ মিষ্টি একেবারে নতুন। বোনেরা ভাইদের এই নতুন মিষ্টি খাওয়াতে পারবে। আশা করি ভারত বিশ্বকাপ জিতবে। দেশে বিশ্বকাপ আসবে আর ভাইফোঁটাতেও বিশ্বকাপ ঘরে ঘরে পৌঁছে যাবে।”
