TRENDING:

কনে ব্রাজিল, বর আর্জেন্টিনা! বিয়ের তত্ত্বে একেবারে জম্পেশ লড়াই

Last Updated:

কনেযাত্রীর তত্ত্বে থাকল বিশ্বকাপের ছোঁয়া৷ জামাইয়ের চোস্তা পাঞ্জাবি মুড়িয়ে ওয়ার্ল্ড কাপের আদলে তৈরি করা হয়েছে।শয্যা সামগ্রীর ওপর ফুটবলের বাঁশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিশ্বকাপে ব্রাজিল বিদায় নিতেই বিয়েবাড়িতে হাহাকার! রেশ পড়ল কনেযাত্রীর তত্ত্বে৷ কাতারে অঘটনে মন ভার হল বাংলার বৌমার৷
advertisement

বিয়ে আর বৌভাতের মাঝে এমন যে হবে কে জানত৷ ভালভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অমিতা আর সোমনাথের৷ দু’জনেই আইটি সংস্থায় কর্মরত৷ দু’জনের পছন্দে অনেক মিল রয়েছে৷ বেড়াতে যেতে সমুদ্রকেই বেছে নেন পাত্র-পাত্রী৷ তবে লড়াই লাগে বিশ্বকাপ ফুটবল দেখতে গিয়ে৷ বর আর্জেন্টিনা আর কনে ব্রাজিলের সমর্থক৷

আরও পড়ুন একটা পাতাও ঝরবে না, পচবেও না! ধনেপাতা থাকবে এভারগ্রিন! জেনে নিন ঘরোয়া 'ম্যাজিক'

advertisement

ছেলের বাড়ির নিয়ম মেনে যেদিন বিদায়ী হল, তার পরের দিনই ছিল সেই কোয়ার্টার ফাইনাল৷ বিশ্বকাপ থেরে আউট হল ব্রাজিল৷ থেকে গেল আর্জেন্টিনা৷ অমিতার মুখে হাসি শুকিয়ে গেল আর সোমনাথের যেন আনন্দে ধরে না আর্জেন্টিনার সাফল্যে৷

বালি থেকে মধ্যমগ্রাম। একদিনে বাপির বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি আসা, মন ভার৷ তার মধ্যেই মাঠ থেকে বিদায় নিয়েছে নেইমার৷ একেবারে ডবল চাপ অমিতার৷

advertisement

কনে অমিতা মণ্ডল, ডাক নাম টিনা বলেন," পর পর দুটো ধাক্কা। একদিকে যে পরিবারে বড় হয়েছি সেটা ছেড়ে আসা৷ আর একই সব বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়৷ সব আশা-আনন্দে জল ঢেলে দিল।"

কনেযাত্রীর তত্ত্বে থাকল বিশ্বকাপের ছোঁয়া৷ বরের জন্য যে সাজানো পাঞ্জাবি এসেছে তাতে লেখা, জামাইবাবু chill জিতেছে ব্রাজিল! জামাইয়ের চোস্তা পাঞ্জাবি মুড়িয়ে ওয়ার্ল্ড কাপের আদলে তৈরি করা হয়েছে।শয্যা সামগ্রীর ওপর ফুটবলের বাঁশি। টফি দিয়ে ফিফা ট্রফি। আর্জেন্টিনা পুরোপুরি বাদ নয়। নীল সাদা সেলোফেন পেপার ফুল ইত্যাদি ছিল।

advertisement

তত্ত্বে লেখা, জামাইবাবু chill, জিতেছে ব্রাজিল

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এসবের মাঝেই রয়েছে অনাবিল আনন্দ৷ বিয়ে নিয়ে হইচই৷ বিশ্বকাপের মরশুমে এভাবে মন ভাঙার পালা চললেও, আপাতত অমিতা আর সোমনাথের জীবনে শুধুই জুড়ে যাওয়ার সময়! একে অপরের প্রেমে ডুবে থাকার সময়৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কনে ব্রাজিল, বর আর্জেন্টিনা! বিয়ের তত্ত্বে একেবারে জম্পেশ লড়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল