বিয়ে আর বৌভাতের মাঝে এমন যে হবে কে জানত৷ ভালভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অমিতা আর সোমনাথের৷ দু’জনেই আইটি সংস্থায় কর্মরত৷ দু’জনের পছন্দে অনেক মিল রয়েছে৷ বেড়াতে যেতে সমুদ্রকেই বেছে নেন পাত্র-পাত্রী৷ তবে লড়াই লাগে বিশ্বকাপ ফুটবল দেখতে গিয়ে৷ বর আর্জেন্টিনা আর কনে ব্রাজিলের সমর্থক৷
আরও পড়ুন একটা পাতাও ঝরবে না, পচবেও না! ধনেপাতা থাকবে এভারগ্রিন! জেনে নিন ঘরোয়া 'ম্যাজিক'
advertisement
ছেলের বাড়ির নিয়ম মেনে যেদিন বিদায়ী হল, তার পরের দিনই ছিল সেই কোয়ার্টার ফাইনাল৷ বিশ্বকাপ থেরে আউট হল ব্রাজিল৷ থেকে গেল আর্জেন্টিনা৷ অমিতার মুখে হাসি শুকিয়ে গেল আর সোমনাথের যেন আনন্দে ধরে না আর্জেন্টিনার সাফল্যে৷
বালি থেকে মধ্যমগ্রাম। একদিনে বাপির বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি আসা, মন ভার৷ তার মধ্যেই মাঠ থেকে বিদায় নিয়েছে নেইমার৷ একেবারে ডবল চাপ অমিতার৷
কনে অমিতা মণ্ডল, ডাক নাম টিনা বলেন," পর পর দুটো ধাক্কা। একদিকে যে পরিবারে বড় হয়েছি সেটা ছেড়ে আসা৷ আর একই সব বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়৷ সব আশা-আনন্দে জল ঢেলে দিল।"
কনেযাত্রীর তত্ত্বে থাকল বিশ্বকাপের ছোঁয়া৷ বরের জন্য যে সাজানো পাঞ্জাবি এসেছে তাতে লেখা, জামাইবাবু chill জিতেছে ব্রাজিল! জামাইয়ের চোস্তা পাঞ্জাবি মুড়িয়ে ওয়ার্ল্ড কাপের আদলে তৈরি করা হয়েছে।শয্যা সামগ্রীর ওপর ফুটবলের বাঁশি। টফি দিয়ে ফিফা ট্রফি। আর্জেন্টিনা পুরোপুরি বাদ নয়। নীল সাদা সেলোফেন পেপার ফুল ইত্যাদি ছিল।
এসবের মাঝেই রয়েছে অনাবিল আনন্দ৷ বিয়ে নিয়ে হইচই৷ বিশ্বকাপের মরশুমে এভাবে মন ভাঙার পালা চললেও, আপাতত অমিতা আর সোমনাথের জীবনে শুধুই জুড়ে যাওয়ার সময়! একে অপরের প্রেমে ডুবে থাকার সময়৷