TRENDING:

পুজোর আগে নারীশক্তির জয়জয়কার! শাড়ি পরে বৈঠা হাতে মহিলারা, সোনাই নদীতে নৌকা বাইচে উপচে পড়ল ভিড়

Last Updated:

Swarupnagar Boat Race: সাধারণত নৌকা বাইচ পুরুষদের প্রতিযোগিতা হিসেবেই পরিচিত। কিন্তু এই ব্যতিক্রমী আয়োজনে পুরুষদের পাশাপাশি মহিলারাও সগর্বে অংশ নিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ বৈঠা হাতে নারী, নৌকা বাইচ প্রতিযোগিতায় নজির গড়লেন মহিলারা। বাংলার লোকসংস্কৃতির এক অন্যতম অঙ্গ নৌকা বাইচ। নদীমাতৃক এই অঞ্চলের সঙ্গে এর সম্পর্ক বহু প্রাচীন। সময়ের সঙ্গে এই ঐতিহ্য কিছুটা ম্লান হলেও, এর আবেদন আজও অমলিন। সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের স্বরূপনগর ব্লকের সোনাই নদীতে আয়োজিত একটি নৌকা বাইচ প্রতিযোগিতায় সেই ঐতিহ্যের নতুন প্রাণসঞ্চার হয়েছে। এই আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল মহিলা বাইচ চালকদের অংশগ্রহণ, যা এই প্রতিযোগিতাকে এক নতুন মাত্রা দিয়েছে।
advertisement

সাধারণত নৌকা বাইচ পুরুষদের প্রতিযোগিতা হিসেবেই পরিচিত। কিন্তু এই ব্যতিক্রমী আয়োজনে পুরুষদের পাশাপাশি মহিলারাও সগর্বে অংশ নেন। এতে অংশ নেওয়া এক মহিলা প্রতিযোগী জানান, ‘আমরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রমাণ করতে চেয়েছি, কোনও কাজেই আমরা পিছিয়ে নেই। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও সব ধরণের কাজ করতে পারি’।

আরও পড়ুনঃ বাদুড়িয়ায় গৃহবধূর মৃত্যু! মারধর করে মুখে…! জামাইয়ের বিরুদ্ধে খু*নের অভিযোগ মৃতার বাবার

advertisement

বাংলার এই প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সুজন, সঞ্জীব, রতন ও প্রীতমের মতো একদল ছাত্র-যুব এই প্রতিযোগিতার আয়োজন করেন। তাঁদের এই প্রচেষ্টা স্থানীয় সমাজসেবী সঞ্জীব পালের পৃষ্ঠপোষকতা লাভ করে। হালিশহর, হাড়োয়া, সন্দেশখালি, স্বরূপনগর, বাদুড়িয়া সহ বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩০টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকা বাইচ দেখতে সোনাই নদীর দুই পাড়ে প্রায় ২০-২৫ হাজার মানুষের ঢল নামে। তৈরি হয় এক উৎসবের আমেজ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা রতন বিশ্বাস জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে এই বাইচ প্রতিযোগিতার আয়োজন করে আসছি। এর প্রধান উদ্দেশ্য হল আমাদের প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরা’। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের ঐতিহ্যবাহী বসিরহাটের মুন্সি গামছা দিয়ে পুরস্কৃত করা হয়। এই ধরণের উদ্যোগ কেবল একটি খেলাকে বাঁচিয়ে রাখে না, এটি মানুষের মধ্যে একতা ও সম্প্রীতির বন্ধনকেও সুদৃঢ় করে বলে মনে করছেন অনেকে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর আগে নারীশক্তির জয়জয়কার! শাড়ি পরে বৈঠা হাতে মহিলারা, সোনাই নদীতে নৌকা বাইচে উপচে পড়ল ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল