দেশজুড়ে চলছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ৷ রবিবার সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের একাধিক অঞ্চল। উত্তাল বাঁকুড়ার শালতোড়াও! ভাঙচুর করা হয় ইভিএম মেশিন, আপাতত বন্ধ রয়েছে ভোটগ্রহণ! অবিলম্বে ইভিএম বদলের নির্দেশ কমিশনের।
বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৭০.৩১%। ষষ্ঠ দফার ভোটে ভোটগ্রহণ দেশের ৫৯টি লোকসভা আসনে। পশ্চিমবঙ্গের ৮টি আসন ছাড়াও ভোট হবে দিল্লির ৭টি কেন্দ্রে। রয়েছে উত্তরপ্রদেশের ১৪টি আসন, বিহারের ৮টি আসন, হরিয়ানার ১০টি আসনে। ভোটগ্রহণ মধ্যপ্রদেশের ৮টি ও ঝাড়খণ্ডের ৪টি আসনেও। এই দফায় নজরে থাকা বিজেপি প্রার্থীদের মধ্যে রয়েছেন মনোজ তিওয়ারি, মিনাক্ষী লেখি, গৌতম গম্ভীর, রাধামোহন সিং, মানেকা গান্ধি, হর্ষ বর্ধন। কংগ্রেসের প্রার্থীদের মধ্যে নজরে রয়েছেন শীলা দীক্ষিত, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিজেন্দ্র সিং। ষষ্ঠ দফায় নজরে থাকছেন প্রার্থী অখিলেশ সিং যাদবও।
advertisement
অন্য ভিডিও দেখুন--ভোট দিলেন প্রণব মুখোপাধ্যায়, দেখে নিন ভিডিও