দিনে কতক্ষণ হাঁটলে শরীর ‘ফিট’ থাকে? সকাল না সন্ধ্যা, কোনটা হাঁটার ‘ঠিক’ সময়? জানুন চিকিৎসকের পরামর্শ
গতকাল নার্সিংহোমের একটি ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ, যেখানে তিনি মেয়ের মৃত্যুর কারণেই অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেছেন। তবে মৃতের পরিবারের দাবি, অপর্ণার মৃত্যু কী ভাবে ঘটল, তা নিয়ে সন্দেহ রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
অতিরিক্ত ঘাম হচ্ছে? কোন ভিটামিনের ঘাটতি শরীরে, জানলে চমকাবেন! বড় ক্ষতির আশঙ্কা আছে কি?
এই সবজিগুলো খেলেই মাথায় ওঠে ‘ফিতাকৃমি’! ঘিলু ছেঁচে খায়…অসহ্য যন্ত্রণা, বমি! কী ভাবে টের পাবেন?
মৃতের দাদা জানান, ভাগনির মৃত্যুর পর থেকেই বোন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে সত্যিই তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে।
এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে নার্সিংহোম চত্বরে। নিউ লাইফ নার্সিংহোম আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, এবং অনেক রোগী আগেভাগেই ছুটি নিয়ে চলে গিয়েছেন।
নবকুমার দাস