TRENDING:

স্বামীর সঙ্গে হাতে-হাত মিলিয়ে প্রতিমা তৈরির কাজে ব্য়স্ত সুমনা! দেখুন তার কাহিনি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সময় থমকে এক চিলতে দুর্গা-ঘরে। যেখানে স্বামীর সঙ্গে হাতে-হাত মিলিয়ে প্রতিমায় ফিনিশিং টাচ দিতে ব্যস্ত সুমনা পাল। সংসারে স্বাচ্ছন্দ্য আনতে আট বছর আগে মাটি ঘাঁটা শুরু। এখন তাঁর তৈরি প্রতিমা যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। পূর্ব বর্ধমানে খালুইবিলে এক অন্য দুর্গার গল্প।
advertisement

ঘরবন্দি ইচ্ছেরা আসলে ভাঙে-গড়ে। শরতের নীল আকাশে ডানা মেলতে চায়। বর্ধমান শহরের খালুইবিল মাঠের এক চিলতে কারখানায় ইচ্ছে মেঘের ভিড়...পায়ে পায়ে এ ভাবেই কেটে গেল সাত-আট বছর। তাঁর হাতে এখন নতুন প্রাণ পান উমা। স্বামীর কাছে হাতেখড়ি। কারখানায় শ্রমিক অমিল। সংসারে তীব্র অর্থসংকট সামাল দিতে কোমর বাঁধেন সুমনা পাল। প্রতিমা রং করা, মাটির গয়না তৈরি দিয়ে শুরু। এখন মাটি-ই তাঁর পুঁজি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিশ্ব দরবারে পৌঁছবে পুরুলিয়ার ঐতিহ্যের পলাশ ফুল! অনন্য উদ্যোগ জেলার ফুল চাষির
আরও দেখুন

ছেলে-মেয়ে, সংসারের হাজারও ঝক্কি সামলে, দুগগা গড়েন সুমনা। তাঁর বদ্ধ জীবনে এ যেন মুক্তির আনন্দ।পুজো, মানে নতুন উন্মাদনা। পুজো মানেই নিজেকে নতুন করে চেনা। বর্ধমানের সুমনা যেন আজ দূর গাঁয়ের দুগগা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বামীর সঙ্গে হাতে-হাত মিলিয়ে প্রতিমা তৈরির কাজে ব্য়স্ত সুমনা! দেখুন তার কাহিনি