TRENDING:

চিকিৎসা করাতে এসে অন্য বিপদ! জলে পা দিতেই দু'চোখে অন্ধকার তরুণীর

Last Updated:

চিকিত্সা করাতে এসেছিলেন ওই তরুণী। বর্ষার রাস্তায় তাঁর সঙ্গে যা ঘটল, শুনে আঁতকে উঠবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: চিকিৎসার জন্য বর্ধমান শহরে এসে যে এই দুর্ভোগের সামনে পড়তে হবে তা, ভাবতেও পারেননি তরুণী। রাস্তায় জলের তলায় পড়েছিল বিদ্যুতের খোলা তার! তাতেই বিদ্যুতস্পৃষ্ট হতে হল তাঁকে।
advertisement

উদ্ধার করতে গিয়ে আহত হন তাঁর সঙ্গীও। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন- Burdwan Bus Service: পুজোর বাজারে ক্রেতার দেখা নেই! বর্ধমান শহরের ভেতর ঢুকুক বাস, চাইছেন ব্যবসায়ীরা

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে মঙ্গলবার দুপুরে বর্ধমান শহরের খোসবাগান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন  ওই তরুণী। তাঁর নাম লাবনী সরকার।  বাড়ি বর্ধমানের বড়শুল গ্রামে।

advertisement

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় । তরুণীকে সঙ্গে করে নিয়ে আসা তাঁর সঙ্গী বর্ধমানের কলানবগ্রাম এলাকার বাসিন্দা কাঞ্চন ঘোষও বিদ্যুতস্পৃষ্ট হয়েছেন।

কাঞ্চন জানান, এদিন সকালে ওই তরুণীকে নিয়ে বর্ধমান মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। সেখানে ডাক্তার দেখিয়ে তাঁরা হেঁটে ফিরছিলেন। খোসবাগানে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের সামনে তিন মাথা মোড়ের কাছে একটি ইলেকট্রিক পোলের সামনে আসতেই হাৎই লাবনী রাস্তায় পরে যান। সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাস্তায় প্রচুর জল জমে ছিল।

advertisement

কাঞ্চন ঘোষ বলেন, লাবনী হঠাৎই রাস্তায় পড়ে যাওয়ায় তিনি ভেবেছিলেন হয়তো কিছুতে হোঁচট খেয়ে পড়ে গেছে। দ্রুত তাঁকে রাস্তা থেকে তুলতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে যান। এর পরই তিনি বুঝতে পারেন কী ঘটতে চলেছে!

আরও পড়ুন- Hooghly News: চলন্ত গাড়িতে হঠাৎ ধোঁয়া! মাথায় এসে পড়ল বাজ! তারপর? ভয়াবহ ঘটনা

advertisement

সঙ্গে সঙ্গে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকলে তাঁরা ছুটে এসে তরুণীর কাঁধের ব্যাগ ধরে টেনে সরিয়ে নিয়ে আসেন। তড়িঘড়ি একটি টোটোয় চাপিয়ে বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়া হয় লাবনীকে। সে

সেখানে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে তাকে ছেড়ে দেন চিকিৎসকরা। এরই মাঝে তরুণীর বাড়ির লোকজনকে খবর দেওয়া হলে তাঁরাও হাসপাতালে চলে আসেন।

advertisement

এদিকে এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, জনবহুল এই এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার প্রায় মাঝে একটি বিদ্যুতের খুঁটি থাকলেও সেটিকে সরিয়ে ফেলার কোনও উদ্যোগ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়নি।

পাশাপাশি শহরের এই এলাকার নিকাশি ব্যবস্থার হালও খুব খারাপ। সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। ফলে একদিকে বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকার জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়া, এবং অন্যদিকে বেহাল নিকাশি ব্যবস্থা ফলে মানুষের দুর্ভোগের বিরুদ্ধে ইতিমধ্যেই সোচ্চার হতে শুরু করেছেন এলাকাবাসী।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

বিপদজনক ওই বিদ্যুতের খুঁটি ছড়িয়ে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে বিদ্যুৎ দপ্তর।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চিকিৎসা করাতে এসে অন্য বিপদ! জলে পা দিতেই দু'চোখে অন্ধকার তরুণীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল