ইদের নামাজ শেষ করে বান্ধবীদের সঙ্গে ভগবানগোলা থানার মহিষাস্থলী এলাকায় মেলায় এসেছিল ভাবিয়া। বন্ধুদের সঙ্গেই ব্রেক ডান্সে চেপেছিলেন। কিন্তু ব্রেক ডান্স ঘুরতে শুরু করলে চলন্ত অবস্থায় দাঁড়িয়ে সেলফি তুলতে যায় ওই যুবতী। আর তখনই চলন্ত ব্রেক ডান্স থেকে ছিটকে নীচে পড়ে যান।
আরও পড়ুনঃ কমেছে গরম, সোমবার থেকে খুলবে স্কুল-কলেজ? বড় সিদ্ধান্ত জানাল শিক্ষা দফতর
advertisement
ভগবানগোলা থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি ওই যুবতীকে উদ্ধার করে কানাপুকুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় যুবতীর। আপাতত প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মেলা। ইদের দিনে মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। এলাকার বাসিন্দা একতার হোসেন বলেন, মেয়েটি ব্রেক ডান্সে উঠে সেলফি তুলছিল। আর তখনই এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও মেয়েটিকে বাঁচানো যায়নি।
আরও পড়ুনঃ ইদের সন্ধ্যায় হঠাৎ বর্ধমানের রাস্তায় বলি নায়িকা! উপচে পড়ল ভিড়, হতবাক সকলেই
মেলা কমিটির সদস্য মিনারুল সেখ বলেন, হঠাৎই খবর পাই একটি মেয়ে ব্রেক ডান্স থেকে পড়ে গিয়েছে। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। উৎসবের দিনে এই দুর্ঘটনা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। ইদের দিনে মেলায় ঘুরতে এসে ব্রেক ডান্সে চেপে চলন্ত অবস্থায় সেলফি তুলতে গিয়ে মৃত্যু হল এক যুবতীর। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার মহিষাস্থলীতে। মৃত যুবতীর নাম ভাবিয়া সুলতানা।
ভগবানগোলা থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। কানাপুকুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাস্তাতেই মৃত্যু হয় তার। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
Pranab Kumar Banerjee