এই ঘটনায় মৃত মহিলার দাদা মহসিন মোল্লা নামে এক যুবকের বিরুদ্ধে তাঁর বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেছেন৷ মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ খোঁজ চলছে অভিযুক্তের৷
আরও পড়ুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ভয়ঙ্কর পরিণতি, রাস্তার উপরে ছিটকে পড়ল পর পর দেহ! মালদহে মৃত ৩
জানা গিয়েছে, ক্যানিংয়ের বাসিন্দা মহসিন পরিচিত ওই মহিলার সঙ্গে শুক্রবার দুপুরে লজে উঠেছিলেন। লজে আসার কিছুক্ষণের মধ্যেই ৪৭ বছর বয়সি ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন৷ বিষয়টি লজের কর্মীদের জানাতেই তাঁরা একটি টোটো ডেকে ওই মহিলাকে ক্যানিং বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন৷ তাঁদের সঙ্গে যান মহসিন নামে ওই যুবকও৷
advertisement
যদিও চেম্বারে নিয়ে যেতেই ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক৷ এর পরই সবার নজর এড়িয়ে এলাকা ছেড়ে পালায় মহসিন৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং থানার পুলিশ৷ ঘটনাস্থলে আসেন ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল৷ মৃত মহিলার পরিবারকে খবর দেওয়া হয়৷ মৃতার দাদা জানিয়েছেন, মহসিন নামে ওই যুবক মৃতার পূর্ব পরিচিত৷
লজের যে ঘরে ওই মহিলা এবং যুবক উঠেছিলেন, সেটি সিল করে দিয়েছে পুলিশ৷ স্থানীয়দের অবশ্য অভিযোগ, ওই লজে দেহ ব্যবসার কারবার চলত৷