রবিবাসরীয় দুপুরে মেদিনীপুর থেকে শালবনি যাচ্ছিলেন বছর ৩২র এক গর্ভবতী মহিলা। মেদিনীপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজে হঠাৎই প্রসব যন্ত্রণা অনুভব করেন তিনি। ফুটওভার ব্রিজেই এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। এরপরই ছুটে আসেন মেদিনীপুর স্টেশনের কর্মরত আরপিএফ কর্মীরা। আরপিএফ কর্মীদের তরফে তড়িঘড়ি ফোন করা হয় হাসপাতালের ১০২ এমারজেন্সি নম্বরে। অভিযোগ, এমার্জেন্সি সার্ভিসের তরফে রেল পুলিশকে জানিয়ে দেওয়া হয় ২ ঘণ্টার আগে মিলবে না অ্যাম্বুলেন্স। অবশেষে আরপিএফ কর্মীরা নিজেরাই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে হাসপাতালে পাঠায় সদ্যোজাত ও প্রসূতিকে। হাসপাতাল সুত্রে খবর , প্রসূতি মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ রয়েছেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 04, 2022 6:00 PM IST