জানা গিয়েছে, ৩২ বছর বয়সি ওই মহিলা হরিদ্বারেরই বাসিন্দা৷ তিনি এবং তাঁর স্বামী সপ্তম সন্তানের লালনপালনের জন্য হরিদ্বারের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি জানিয়ে অভিযোগ করেছেন৷ জেলা ক্রেতা সুরক্ষা দফতরেও অভিযোগ করেছেন তিনি৷ ক্রেতা সুরক্ষা দফতরের পক্ষ থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নোটিসও পাঠানো হয়েছে৷
আরও পড়ুন: শরীরী সম্পর্ক এড়াতে কুয়োতে ঝাঁপ স্ত্রীর, উদ্ধার করে এনে স্বামীর যা করলেন জানলে শিউরে উঠবেন
advertisement
ওই মহিলার দাবি, ষষ্ঠ সন্তানের জন্মের পরই জেলা হাসপাতালে গর্ভনিরোধক বা লাইগেশন অস্ত্রোপচার করান৷ তার পরেও অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি৷ তাঁর দাবি, এই সন্তানের প্রতিপালনের ভার স্বাস্থ্য দফতরকেই নিতে হবে৷ কারণ, সরকারি হাসপাতালের অস্ত্রোপচার করিয়েও তার সুফল পাননি তিনি৷
এই অভিযোগের নিষ্পত্তি অবশ্য এখনও ঝুলে রয়েছে৷ আগামী ২৮ এপ্রিল দু পক্ষকেই জেলা ক্রেতা সুরক্ষা দফতরের সামনে হাজিরা দিতে বলা হয়েছে৷
