অন্যদিকে সামশেরগঞ্জ ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শনে এসে ক্ষোভের মুখে পড়েন কংগ্রেসের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। ভাঙ্গন কবলিত শামসুর গঞ্জের ধানঘরা, হীরানন্দপুর সহ একাধিক এলাকায় তিনি পরিদর্শন করেন। গত বছর থেকেই এই এলাকায় ভাঙ্গনে প্রায় শতাধিক বাড়ি তলিয়ে গেলেও এখনও পুনর্বাসন পায়নি তারা। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন সাংসদকে দেখে। গ্রামবাসী সুরোজ সেখ বলেন, সরকারের পুনর্বাসন দেয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত তা কাগজ-কলমে থেকে গেছে। মানুষজনকে খোলা আকাশের নিচেই কাটাতে হচ্ছে। ভাঙ্গন রোধ এর কাজও হচ্ছে না স্থায়ীভাবে।
advertisement
সংসদ আবু হাশেম খান চৌধুরী বলেন, কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ছিল, তখন ভাঙন রোধের কাজ খুব ভালোভাবে হয়েছিল। এখন কেন্দ্র ও রাজ্য কেউ কোন কাজ ভালোভাবে করছে না। সংসদে এই বিষয়টিকে তুলে ধরবো। জঙ্গিপুরের তৃণমূলের সাংসদ খলিলুর রহমান বলেন, কেন্দ্র সরকার কোনরকম সহযোগীতা করছে না । সংসদে আমি বলেছি।ফরাক্কার বেশ কিছু এলাকায় গঙ্গা ভাঙ্গন পরিদর্শন করার পর ফরাক্কা ব্যারেজের জেনারেল মেনেজার সাথে দেখা করতে যান রাজ্যের সেচদফতরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ একাধিক বিশিষ্টজন।