TRENDING:

Winter Weekend Destination: মুঘল সেনার তৈরি জমিদারিতে বিশাল প্রাসাদ! কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরেই চলুন ইতিহাসের এই খনিতে

Last Updated:

Winter Weekend Destination: ঘুরতে যেতে ভালবাসেন? আপনার ডেস্টিনেশন হোক এই রাজবাড়ি। ঘুরে দেখুন একবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: এই শীতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? পাহাড় সমুদ্র কিংবা লংড্রাইভ বাদ দিয়ে ঘুরে আসুন ইতিহাস প্রান্তর থেকে। একদিকে যেমন ইতিহাসের নানা গঠনশৈলী মুগ্ধ করবে, তেমনই শান্ত শীতল পরিবেশে এমন স্থাপত্য আপনাকে নিয়ে যাবে সুদূর অতীতে। মন ভরে ছবি তুলুন, পরিবারের সকলকে নিয়ে কাটান এখানে। একদিকে যেমন ইতিহাস জানতে পারবেন তেমনই প্রত্যন্ত গ্রামের পরিবেশে এমন রাজকীয়তা আপনার সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর করে দেবে। তাই এই শীতে আপনার প্রিয় ডেস্টিনেশন হোক এই জায়গা। কলকাতা থেকে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে এমন সুন্দর একটি রাজপ্রাসাদ। ঘুরে দেখুন একবার। কলকাতা থেকে মাত্র তিন ঘণ্টার দূরত্বে রয়েছে প্রাচীনকালের রাজপ্রাসাদ।
advertisement

এখনও একাধিক খিলানযুক্ত এই রাজপ্রাসাদ ঘুরে দেখলে আপনি মুগ্ধ হবেন। পুরানো দিনের অ্যাম্বিয়েন্স উপভোগ করবেন এখানে। রয়েছে পায়রার বক বকম আওয়াজ, ডানা ঝাপটার শব্দ এমনকি পুরানো দেওয়ালে গজিয়ে ওঠা ছোট ছোট লতাপাতা। রাজপ্রাসাদের মধ্যে থাকা রাজাদের নানা জিনিস আপনাকে অবাক করবে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুরে রয়েছে মনোহরপুর রাজবাড়ি। বেশ কয়েকশো বছর পুরানো এই বাড়ি। এখনও বংশ পরম্পরায় বেশ কয়েকটি উত্তরপুরুষের পরিবার এখানে থাকেন। বাড়ির সামনে রয়েছে ভগ্নপ্রায় নাট্যশালা। ভেতরেও রাজবাড়ির বিভিন্ন অংশ দেখতে পাবেন আপনিও। মেদিনীপুর শহর থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে বাংলা ও ওড়িশা সীমান্ত এলাকা দাঁতনের মনোহরপুরে রয়েছে প্রাচীন রাজবাড়ি। রয়েছে রাজবংশের প্রতিষ্ঠিত ভগ্নপ্রায় নাট্যশালাও।

advertisement

সপ্তাহান্তে নিজেদের কর্মব্যস্ততা থেকে নিজেকে মুক্তি দিতে ঘুরে দেখতে পারেন ইতিহাসের অন্যতম এই নিদর্শন।ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায়, মনোহরপুর রাজবাড়ির ইতিহাসজুড়ে আছে অগাধ কিংবদন্তি। ১৫৭৫ সালে মোগল-পাঠানের যুদ্ধের সময় আকবরের সেনাপতি টোডরমল পরিচালিত সেনাবাহিনীর অন্যতম সেনা ছিলেন লছমিকান্ত উত্তররাও। যুদ্ধ শেষ হয়ে গেলেও রাজস্থান নিবাসী লছমিকান্ত আর স্বদেশে ফেরেননি। পরবর্তীতে দাঁতনে জমিদারির প্রতিষ্ঠা করেন। মনোহরপুরে গড়ে ওঠে তাদের বসত ভিটে এই রাজবাড়ি। স্বাভাবিকভাবে সপ্তাহান্তে কোথাও থেকে ঘুরে আসার প্ল্যান করলে আপনার ডেস্টিনেশন হোক এই মনোহরপুর রাজবাড়ি।

advertisement

আরও পড়ুন : সূর্য-বুধের বাম্পার চালে এক লাফে পদোন্নতি ও বেতন বৃদ্ধি! ভাঙা প্রেম জোড়া! চলতি মাসেই ফিরছে ৩ রাশির কপাল

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

ইতিহাসের সঙ্গে কাটান একটা দিন।মন ভাল হয়ে যাবে আপনার।ট্রেন কিংবা বাস বা অন্যান্য গাড়ির যাত্রাপথ অত্যন্ত সুলভ। ট্রেনে এলেই আপনি নামতে পারেন বেলদা কিংবা দাঁতন স্টেশনে। সেখান থেকে বাসে চেপে আপনি পৌঁছে যেতে পারবেন মোগলমারি। অথবা খড়গপুর থেকে জাতীয় সড়ক ধরে ওড়িশার দিকে যাওয়ার সময় মনোহরপুর বাসস্ট্যান্ড থেকে সামান্য কিছুটা দূরে রয়েছে এই ইতিহাসক্ষেত্র।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Winter Weekend Destination: মুঘল সেনার তৈরি জমিদারিতে বিশাল প্রাসাদ! কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরেই চলুন ইতিহাসের এই খনিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল