আরও পড়ুন: ভোট গণনার শেষ, এখনও রাজ্যে অব্যাহত হিংসা
গত সোমবার ভোটের দিন নির্বাচনী কার্যালয়ের বাইরে বসেছিলেন বিপ্লব ৷ সেই সময় আচমকাই সেখানে চড়াও হয় বেশ কিছু দুষ্কৃতীরা ৷ বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷ নির্বাচনী কার্যালয়ের বাইরেই মাটিতে লুটিয়ে পড়েন বিপ্লব ৷ এরপর স্থানীয় হাবড়া হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ কিন্তু তাঁর শারিরীক পরিস্থিতির অবনতি হওয়ার ফলে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বিপ্লবকে ৷ কোমায় চলে যান তিনি ৷ অবশেষে, সেখানেই শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে ৷
advertisement
আরও পড়ুন: বাংলায় পঞ্চায়েত ভোটে সবুজ ঝড়, চার দশক পর বামেদের রেকর্ড ভাঙল তৃণমূল
এই ঘটনায় অভিযোগর তির উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ বিপ্লবের মৃত্যুর পরই এলাকা জুড়ে ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা ৷