TRENDING:

জয়ী হয়েও জয়ের স্বাদ টের পেলেন না, সংঘর্ষে মৃত্যু হল জয়ী তৃণমূল প্রার্থী বিপ্লবের

Last Updated:

হাবড়া ১ পঞ্চায়েত সমিতি থেকেই জয়ের মুখ দেখেছিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব সরকার ৷ কিন্তু সেই জয়ের স্বাদ টেরই পেলেন না তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাবড়া: পঞ্চায়েতের মনোনয়ন পর্ব থেকে ভোট গণনা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ৷ হিংসা অব্যাহত জেলায় জেলায় ৷ কোথাও বিজেপি সমর্থককে পিটিয়ে খুন। কোথাও জয়ী প্রার্থীকে মারধর, হুমকি। কিন্তু এই সমস্ত হিংসা বিবাদের মাঝেই গ্রামবাংলা জুড়ে শাসক দলের জয়জয়কার ৷ হাবড়া ১ পঞ্চায়েত সমিতি থেকেই জয়ের মুখ দেখেছিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব সরকার ৷ কিন্তু সেই জয়ের স্বাদ টেরই পেলেন না তিনি ৷ একদিকে যখন জয়ী প্রার্থী হিসেবে বিপ্লব সরকারের নাম ঘোষণা হচ্ছে , ঠিক সেই সময়ই বিপ্লব সরকারের বাড়ি থেকে ভেসে আসে কান্নার রোল ৷ কারণ পঞ্চায়েত ভোট ঘিরে হিংসার জেরে শুক্রবার সকালেই প্রাণ হারিয়েছেন বিপ্লব ৷
advertisement

আরও পড়ুন: ভোট গণনার শেষ, এখনও রাজ্যে অব্যাহত হিংসা

গত সোমবার ভোটের দিন নির্বাচনী কার্যালয়ের বাইরে বসেছিলেন বিপ্লব ৷ সেই সময় আচমকাই সেখানে চড়াও হয় বেশ কিছু দুষ্কৃতীরা ৷ বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷ নির্বাচনী কার্যালয়ের বাইরেই মাটিতে লুটিয়ে পড়েন বিপ্লব ৷ এরপর স্থানীয় হাবড়া হাসপাতালে ভরতি করা হয় তাঁকে ৷ কিন্তু তাঁর শারিরীক পরিস্থিতির অবনতি হওয়ার ফলে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বিপ্লবকে ৷ কোমায় চলে যান তিনি ৷ অবশেষে, সেখানেই শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে ৷

advertisement

আরও পড়ুন: বাংলায় পঞ্চায়েত ভোটে সবুজ ঝড়, চার দশক পর বামেদের রেকর্ড ভাঙল তৃণমূল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ঘটনায় অভিযোগর তির উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ বিপ্লবের মৃত্যুর পরই এলাকা জুড়ে ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জয়ী হয়েও জয়ের স্বাদ টের পেলেন না, সংঘর্ষে মৃত্যু হল জয়ী তৃণমূল প্রার্থী বিপ্লবের