আরও পড়ুন- শরীরের সবচেয়ে ব্যস্ত অঙ্গ কোনটা? ভাবতেও পারছেন না…! উত্তরে এমনই চমক…!
সুমনা মহাপাত্র অবশ্য নিজের পদত্যাগ পত্রে জানিয়ে দিয়েছেন, “পদ ছাড়ছি। কিন্তু দলের সাধারণ কর্মী হিসেবে কাজ করে যাব।”
পাঁশকুড়া শহর তৃণমূলের সভানেত্রী সুমনা মহাপাত্র। তিনি তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। বিভিন্ন কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সুমনা। এর আগে অবশ্য একাধিক বিষয়ে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছিলেন সুমনা এবং সৌমেন।
advertisement
আরও পড়ুন- ঘরেই ‘এইভাবে’ হেঁটে ফেলুন ১০০০০ পা, ওজন কমবে, মুঠোয় থাকবে ডায়াবেটিস-কোলেস্টেরল
আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ছেলের নাম জড়িয়ে গুজব ছড়ানো নিয়ে দলের বিরুদ্ধে মুখও খুলেছিলেন সুমনা এবং সৌমেন। এসবের মধ্যেই সুমনার পদত্যাগ নিয়ে শুরু হয়েছে শোরগোল। তিনি মেয়াদ শেষ হওয়া পাঁশকুড়া পুরসভার সদ্য প্রাক্তন কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের টাউন ব্লক সভানেত্রী পদে ছিলেন।