TRENDING:

Purulia Extra Marital Affair: পুকুরে ভেসে উঠল যুবকের দেহ, সন্দেহ পুলিশের! পুরুলিয়ায় বৌদি-দেওর পরকীয়া, ফাঁস হয়ে গেল সবকিছু

Last Updated:

পুলিশ সূত্রে খবর, গতকাল পুকুর থেকে উত্তমের দেহ উদ্ধারের পরই দেহটি দেখে সন্দেহ হয় পুলিশের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্দ্রজিৎ মণ্ডল, পুরুলিয়া: দেওর বৌদির পরকীয়া৷ আর তার জেরেই খুন হতে হল স্বামীকে! গলায় ফাঁস লাগিয়ে খুন করার পর পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয় যুবকের দেহ৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার মানবাজার থানা এলাকায়৷
মানবাজারে ধৃত জ্যোৎস্না এবং উত্তম সিং সর্দার৷
মানবাজারে ধৃত জ্যোৎস্না এবং উত্তম সিং সর্দার৷
advertisement

জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম গৌতম সিং সর্দার (৩৫)৷ মানবাজারের ঘাসতেড়িয়া গ্রামের একটি পুকুর থেকে গতকাল তাঁর দেহ উদ্ধার হয়৷ এই ঘটনায় মৃতের স্ত্রী জ্যোৎস্না সিং সর্দার (২৪) এবং উত্তমের ছোট ভাই গৌতমকে (২৩) গ্রেফতার করেছে মানবাজার থানার পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল পুকুর থেকে উত্তমের দেহ উদ্ধারের পরই দেহটি দেখে সন্দেহ হয় পুলিশের৷ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেন মানবাজার থানার আধিকারিকরা৷ উত্তমের স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু হয়৷ সেই জিজ্ঞাসাবাদেই জ্যোৎস্না এবং উত্তমের বয়ানে অসঙ্গতি ধরা পড়ে৷ এর পর পুলিশ চেপে ধরতেই ভেঙে পড়ে বৌদি এবং দেওর৷ নিজেদের অপরাধের কথা স্বীকার করে নেয় তারা৷ জ্যোৎস্ন এবং উত্তম জানায়, রবিবার দুপুরে দু জন মিলে গৌতমকে খুন করে৷ রাতে দেহটি বাড়ির কাছে পুকুরে ফেলে দেয় তারা৷

advertisement

গৌতমের স্ত্রী জ্যোৎস্না এবং ছোট ভাই উত্তমকে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, একই গ্রামে বাড়ি হওয়ার কারণেই উত্তম এবং জ্যোৎস্নার ঘনিষ্ঠতা ছিল৷ কিন্তু জ্যোৎস্নার বিয়ে হয়ে যায় উত্তমের দাদা গৌতমের সঙ্গে৷ গৌতমের সঙ্গে বিয়ে হলেও তাঁর ভাই উত্তমের সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে জ্যোৎস্নার৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, গৌতমের সঙ্গে বিয়ের আগে থেকেই তাঁর ভাই উত্তমের সঙ্গে সম্পর্ক ছিল জ্যোৎস্নার৷ বিয়ের পরেও সেই সম্পর্ক চলতে থাকে৷ নিজেদের পথের কাঁটা সরিয়ে দিতেই গৌতমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় উত্তম ও জ্যোৎস্না৷ সেই মতো গলা ফাঁস লাগিয়ে প্রথমে দেওর এবং বৌদি মিলে গৌতমকে খুন করে৷ এর পর প্রমাণ লোপাটের জন্য দেহটি বাড়ির কাছে পুকুরে ফেলে দেয় তারা৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Extra Marital Affair: পুকুরে ভেসে উঠল যুবকের দেহ, সন্দেহ পুলিশের! পুরুলিয়ায় বৌদি-দেওর পরকীয়া, ফাঁস হয়ে গেল সবকিছু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল