এখন বিয়ের মরশুম। সঙ্গে উৎসবের মরশুম। ভ্যালেন্টাইন ডে পর্যন্ত ব্যাপক চাহিদা থাকে ব্যাঙ্গালোরের গোলাপের। কিন্তু গত কয়েকদিন ধরে ইন্ডিগোর বেশিরভাগ বিমান ওঠানামা বন্ধ থাকায় এ রাজ্যে ব্যাঙ্গালোরের গোলাপের আকাল দেখা দিয়েছে। আমদানি প্রায় নেই বললেই চলে। চাহিদার তুলনায় যোগান কম থাকায় গোলাপের দাম এক ধাক্কায় বেড়েছে তিনগুণ।
এফ ফুল ব্যবসায়ী জানালেন, গোলাপের দামের ওঠাপড়া লেগেই থাকে। কিন্তু এতোবেশি দাম বাড়তে কোনও দিন দেখিনি। যে গোলাপ আমরা এই সময় ছশো টাকা বান্ডিল কিনে থাকি সেই গোলাপ সতেরোশো টাকা বান্ডিল দরে কিনতে বাধ্য হচ্ছি। তিনি জানালেন, তিন চার মাস আগে থেকে বর কনের মালা, বিয়েবাড়ি, বিয়ের গাড়ি গোলাপ দিয়ে সাজানোর অর্ডার ধরা আছে। তিনগুণ বেশি দামে গোলাপ কিনে তা পাঠাতে হচ্ছে। দিন দিন লোকসানের বহর বেড়েই চলেছে। এই অবস্হা আরও কতদিন চলবে তা বুঝে উঠতে পারছি না।
advertisement
আর এক ফুল ব্যবসায়ী জানালেন, এমনিতেই বৃষ্টির কারণে ব্যাঙ্গালোরের গোলাপের উৎপাদন কম হয়েছিল। তার ওপর বিমানের অনিশ্চয়তায় গোলাপ আসছে না। এই দুই কারণেই দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। বিমান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম কমার কোনও সম্ভাবনা দেখছি না। গোলাপের পাশাপাশি দাম বেড়েছে জুঁই সহ বাইরে থেকে আসা সব ফুলেরই।
আরও পড়ুন- আফগান ক্রিকেটার মজেছেন বলিউড হিরোইনে! ফেব্রুয়ারিতেই বাজবে বিয়ের সানাই
ফুল কিনতে আসা এক মহিলা বললেন, আজ বিয়ের অনুষ্ঠানে সাজার জন্য গোলাপ কিনতে এসেছিলাম। একটা গোলাপের দাম চাইছে ষাট টাকা। এত দাম হলে তা মাথায় গুঁজবো কী করে! গোলাপের সঙ্গে দাম বেড়েছে জুঁই ফুলের মালারও। তাই সাজসজ্জার জন্য ফুলের বদলে এখন অন্য কিছু বিকল্পের কথা ভাবতে হবে অনেককেই।
