TRENDING:

কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ইলিশ মাছের পুজো! আজব রীতি আসানসোলের সাহা বাড়িতে, শতবর্ষ প্রাচীন পুজোর কাহিনি জানলে অবাক হবেন

Last Updated:

Laxmi Puja in Terracotta Clay Plate: আসানসোল মহিশীলা কলোনির সাহা বাড়িতে প্রায় ১০০ বছর ধরে হয়ে আসছে কোজাগরী লক্ষ্মী পুজো। এখানে মা লক্ষ্মীকে মূর্তিতে পুজো করা হয় না। মাটির সরার উপর প্রতিমা অঙ্কন করে প্রাচীন রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে পূজিত হন ধনলক্ষ্মী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান, রিন্টু পাঁজা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। এই শারদ উৎসব শেষ হওয়ার পরে বাঙালির মন ভারাক্রান্ত হয়ে থাকে। তবে এই ভারাক্রান্ত মন ভাল করতে আসেন কোজাগরী লক্ষ্মী। এ পুজোয় বাংলার প্রত্যেক বাড়ি আনন্দ উৎসবে মেতে ওঠে। কোনও কোনও বাড়িতে জাঁকজমক করে প্রতিমার পুজোর সঙ্গে থাকে বিশেষ ভোগের আয়োজন। তবে আপনি কি জানেন সব জায়গায় প্রতিমা দিয়ে পুজো হলেও আসানসোলের ‘এই’ জায়গায় কোজাগরী লক্ষীপুজো হয় একটু অন্য স্বাদের।
advertisement

ধন সম্পদের দেবী হিসাবে পরিচিত মা লক্ষী। বাড়িতে লক্ষ্মীর আগমন যাতে সব সময় বজায় থাকে তার কারণেই দেবী লক্ষ্মীর আরাধনা করে থাকেন বাংলার প্রায় প্রত্যেকটা বাড়ি। তবে পশ্চিম বর্ধমানের আসানসোল শহরের ‘এই’ বাড়িতে পুজো কোন প্রতিমায় হয় না। মাটির সরার মধ্যে প্রতিমা অঙ্কন করেই প্রাচীন রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে লক্ষ্মীপুজো হয়ে আসছে প্রায় ১০০ বছর ধরে।

advertisement

আরও পড়ুনঃ কোজাগরী পূর্ণিমাতেই দীপাবলি উদযাপন! এখানকার লক্ষ্মীপুজোর বাজেট শুনলে চমকে যাবেন, জানেন এমন জাঁকজমকপূর্ণ আয়োজন কোথায় হয়?

আসানসোল সাহাবাড়ির সদস্যা মুকুল রাণী সাহা জানান, ‘আমাদের বাড়ির এই পুজোটা ১০০ বছরের প্রাচীন। আমি প্রায় ৪৫ বছর থেকে এই বাড়ির পুজোটা দেখে আসছি। তার আগে পূর্বপুরুষেরা পুজো করে গিয়েছেন। সেই রীতি মেনে নিষ্ঠা ও উপাচারের সঙ্গে এই পুজো আমরা করে থাকি’।

advertisement

View More

আরও পড়ুনঃ  মুর্শিদাবাদের ‘এই’ গ্রামে হয় না দুর্গাপুজো! উৎসবের রঙ লাগে লক্ষ্মীপুজোয়! মেলা, যাত্রা… আরও কত কী

আসানসোল মহিশীলা কলোনির সাহা বাড়িতে প্রায় ১০০ বছর ধরে হয়ে আসছে কোজাগরী লক্ষ্মী পুজো। সব জায়গায় প্রতিমা দিয়ে পুজো হলেও সাহা বাড়িতে মাটির সরার উপরে প্রতিমা অঙ্কন করে পূজিত হন কোজাগরী লক্ষ্মী। বংশ পারাম্পারা ধরে হয়ে আসছে এই পুজো। সরার উপরে রং তুলি দিয়ে অঙ্কন করা হয় প্রতিমা। এরপরে এই সরাটি পুজোর জন্য নিয়ে আসা হয় বাড়িতে। সেখানে নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হয়। আগে এই পরিবারে কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে ইলিশ মাছের পুজো করতেন তারা। এখন ইলিশের দাম বাড়ায় ইলিশের পুজো করা হয়ে ওঠে না।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
থিম শুনে প্রথমে চমকে গিয়েছিলেন অনেকে, মণ্ডপে গিয়ে বোঝা গেল আসল অর্থ
আরও দেখুন

তবে এই কোজাগরী লক্ষ্মী পুজোয় বিশেষ ভোগের আয়োজন করা হয়। বাড়িতে তৈরি মোয়া, নারকেল নাড়ু, খই, সুজি, লুচি দিয়ে ভোগ নিবেদন করা হয়। পরিবারের সকলেই আনন্দের সঙ্গে দিনটি পালন করেন। স্বাভাবিক ভাবেই আশেপাশের লোকজন এই পুজো দেখতে আসেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ইলিশ মাছের পুজো! আজব রীতি আসানসোলের সাহা বাড়িতে, শতবর্ষ প্রাচীন পুজোর কাহিনি জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল