আতঙ্কিত গ্রামবাসীরা খবর দেন বন দফতরে। এরপরেই ফরেস্ট রেঞ্জাররা এসে পর্যবেক্ষণ শুরু করে। নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে তাঁরা। শুরু হয়েছে তদন্ত। ডিফও মেদিনীপুর জানান, এটা বড় জাতীয় কোন ফিশিং ক্যাট বা জংলি বিড়াল হতে পারে। বাঘের পায়ের ছাপ না হওয়ার সম্ভাবনাই বেশি। গ্রামবাসীদের নিরাপত্তা কথা মাথায় রেখে ঘটনাস্থলে ট্রাপ ক্যামেরা বসানো হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ সাবধান! যুবতী মেয়েদের জালে একদম পা দেবেন না, বাড়ি বাড়ি গিয়ে গোপন…! বাসন্তীতে উত্তেজনা
২০১৮ সালে এই জঙ্গলেই প্রথম রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গিয়েছিল। তাহলে কি বাঘমামার পরিবারে কোন সদস্য ফিরে এল লালগড়ে। সে সময় সেই বাঘমামার সাথে তার পরিবারো ছিলো প্রশ্ন উঠছে মানুষের মনে।বন দপ্তর যেখানে বলছে এই জঙ্গলে যেখানে পায়ের ছাপ দেখা গেছে সেখানে প্যাট ক্যামেরা বসানো হবে। কিন্তু এখনো বনদপ্তরে কোন দেখা মিলে নেই তা নিয়ে প্রশ্ন তুলছে গ্রামের মানুষ।